Clifford Miranda: ভয়াবহ পরিস্থিতির কথা বললেন বাগানের মিরান্ডা

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পরেও এসেছে নয়। ভালো ফুটবল খেলেছে দল।…

Mohun Bagan Supergiant's Deputy Coach Clifford Miranda

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পরেও এসেছে নয়। ভালো ফুটবল খেলেছে দল। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda)। সেই সঙ্গে তুলে ধরলেন ভয়াবহ পরিস্থিতির কথা।

Advertisements

আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা  

Advertisements

একের পর চোট সমস্যার কারণে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে চোট কাটিয়ে অনেকে খেলায় ফিরেছেন। কিন্তু বিগত কয়েক দিন দলের ওপর দিয়ে যে ঝড় গিয়েছে সেটা ভেবে শিহরিত মোহন বাগান সুপার জায়ান্টের ক্লিফোর্ড মিরান্ডা। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জয় পাওয়ার পর তিনি বলেছেন, “যে অবস্থায় এই ম্যাচের প্রস্তুতি নিয়েছি আমরা, তা ছিল ভয়াবহ। সপ্তাহ খানেক আগে আমাদের শিবিরে অন্তত ১১-১২ জনের চোট ছিল। আশিক, আনোয়ারদের তো অনেক দিনের জন্যই হারিয়েছি। ওদের পরে আমাদের হাতে কোনও সেন্ট্রাল মিডফিল্ডার ছিল না। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে এ ভাবে ম্যাচ জেতাটা কৃতিত্বের বই কি।”

আরও পড়ুন: East Bengal-Mumbai City FC: মশালবাহিনীর রাতের ঘুম কেড়েছেন স্টুয়ার্ট, মান রাখতে পারবেন ক্লেটনরা?  

পিছিয়ে পড়ার পর অনেক সময় ফুটবলারদের মেজাজ হারাতে কিংবা দমে যেতে দেখা যায় ফুটবল মাঠে। গতকালের ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের খেলায় তেমনটা হয়নি। এটার জন্য খুশি বাগানের হেড কোচ হুয়ান ফেরান্ডোর ডেপুটি।

আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’ 

সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেছেন, “ছেলেদের মানসিকতা অসাধারণ। একেবারে শুরু থেকে যে ভাবে শুরু করেছিলাম, যে ভাবে আমরা এই ম্যাচের প্রস্তুতি নিই সে জন্যও খুশি। শুরুতেই গোল খাওয়ার পর সাধারণত, ফুটবলাররা তাদের মেজাজ হারায়, মাথা গরম করে ফেলে, মানসিক ভাবে পিছিয়ে যায়। কিন্তু আজ আমাদের খেলোয়াড়রা গোল খাওয়ার পরেও একই রকম চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। শুধু যে মানসিক দৃঢ়তা বজায় রেখেছে, তা নয়। টেকনিকের দিক থেকেও নিজেদের দক্ষতা বজায় রাখতে পেরেছে আমাদের ছেলেরা।”