HomeSports NewsAntonio Lopez Habas: হাবাসের মুখে বিশেষ এক ভারতীয়র নাম

Antonio Lopez Habas: হাবাসের মুখে বিশেষ এক ভারতীয়র নাম

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়েছে। সম্প্রতি খালিদ জামিলের দল ছিল ভালো ফর্মে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হলেও জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার কাজ বাগানের পক্ষে সহজ ছিল না। কিন্তু কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) হাতে পড়ে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা বদলে গিয়েছে অনেকটা। যার ফলে তিন পয়েন্ট এসেছে দাপটের সঙ্গে। ম্যাচ শেষে দলের এক ভারতীয় ফুটবলারের কথা আলাদেভাবে বলেছেন বাগানের হেড স্যার।

   

দিমিত্রি পেত্রাতোস মনবীর সিংয়ের পাসকে রিসিভ করে নিখুঁতভাবে সেটা গোলে রূপান্তরিত করেন। যার ফলে ম্যাচের শুরুতেই গোলের খাতা খোলে মেরিনার্স। ৬৭ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেসন কামিংস। বদলি খেলোয়াড় আর্মান্দো সাদিকু ৮০ মিনিটে চলতি মরসুমে নিজের পঞ্চম গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

২৮ বছর বয়সী উইঙ্গার মনবীর সিং জামশেদপুর এফসির বিরুদ্ধে দুটি গোলের ক্ষেত্রে ভুমিকা রেখেছিলেন। প্রথম গোলের পর তৃতীয় গোলের ক্ষেত্রেও অবদান রেখেছিলেন মনবীর।

নিজের ভারতীয় ছাত্রের প্রশংসায় পঞ্চমুখ স্প্যানিশ ট্যাকটিশিয়ান। ম্যাচের পর হাবাস বলেছেন, “মনবীর ছিল ডিরেক্টর ছিলেন। শুক্রবারের এই ম্যাচ মনবীর এবং দলের বাকিদের জন্য একটি দুর্দান্ত পারফরম্যান্স। আমার মতে, মনবীর সিং ভারতের সেরা খেলোয়াড় হতে পারে। আমি অনেক আগেই বলেছি, এখন আবারও বলছি। মোহনবাগান এসজি’র জন্য বিষয়টা ভালো। টেকনিক্যাল স্টাফদের জন্যও সুখবর।”

“আমি কেবল আমার ক্লাবে তার পজিশন ঠিক করে দিই। মনবীর দুই দিকেই খেলতে পারে। ক্যারিয়ারের প্রথম মুহূর্তে খেলেছে স্ট্রাইকার হিসেবে। তবে আমি মনে করি, ও যে কোনো পজিশনে খেলতে পারে। কারণ মনবীর একজন ভালো পেশাদার ফুটবলার,” বলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular