ফ্রি’তে মিলছে কলকাতা ডার্বির টিকিট, কোথায়-কীভাবে পাবেন?

হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৮ অগস্ট কলকাতা ডার্বি (Kolkata Derby Tickets) ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কলকাতার বিবেকানন্দ…

Mohun Bagan vs East Bengal

হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৮ অগস্ট কলকাতা ডার্বি (Kolkata Derby Tickets) ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই এই ম্যাচকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। তবে বুধবার অর্থাৎ ১৪ অগস্ট সবুজ-মেরুম ব্রিগেডের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে এই ডার্বি ম্য়াচের কিছু টিকিট বিনামূল্যে দেওয়া হবে। এবার প্রশ্ন হল, কখন-কোথায়-কীভাবে আপনি এই ডার্বি ম্যাচের ফ্রি টিকিট সংগ্রহ করতে পারবেন? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ অগস্ট ক্লাবের পক্ষ থেকে কিছু কম্প্লিমেন্টরি টিকিট দেওয়া হবে। দুপুর একটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত আপনি এই টিকিট সংগ্রহ করতে পারেন। তবে এই বিনামূল্যের টিকিট সংগ্রহ করার জন্য কিছু শর্তও দেওয়া হয়েছে।

   

দেখে নিন শর্তগুলো:
১.তারমধ্যে প্রধান এবং অন্যতম শর্ত হল, ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে টিকিট বিতরণ করা হবে। একবার এই কম্প্লিমেন্টরি টিকিট ফুরিয়ে গেলে আর দেওয়া সম্ভব হবে না।
২.পাশাপাশি যাঁদের পুরনো মেম্বারশিপ কার্ড রয়েছে, তাঁদের টিকিট দেওয়া হবে না।
৩.প্রতিটা কার্ড পিছু একটা করে টিকিট দেওয়া হবে।
৪.আগামী ১৭ অগস্ট টিকিট বিতরণের সময় সদস্যপদ রিনিউয়ের কাজ বন্ধ করে রাখা হবে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এশিয়া মহাদেশে অন্যতম বড় ম্যাচ হল কলকাতা ডার্বি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের এই দ্বৈরথ বছরের পর বছর ধরে সমর্থকরা উপভোগ করছেন। এবারও যে ২০২৪ ইন্ডিয়ান সুপার লিগের শিল্ডজয়ী বনাম ২০২৪ সুপার কাপজয়ী দলের মধ্যে লড়াই বেশ জমে উঠবে, তা বলা যেতেই পারে।

মোহনবাগানকে আরও চাপে ফেলল প্রাক্তন চ্যাম্পিয়ন

সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-০ গোলে জয়লাভ করার পর মেরিনার্সরা লাল-হলুদ দলের সঙ্গে একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তবে গোল পার্থক্যে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে রয়েছে। রবিবারের ম্যাচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে দল এই ম্যাচটা জিততে পারবে, তারা পরের রাউন্ডের জন্য় কোয়ালিফাই করতে পারবে।

আশা শেষ? কাস্টমসের বিরুদ্ধেও পারল না Mohun Bagan

মোহনবাগানের পারফরম্য়ান্সের উপর ইতিমধ্যে নজর রেখেছেন ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে হোসে মলিনা কিন্তু প্রতিপক্ষকে মেপেই মাঠে নামবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অনলাইনে (বুক মাই শো) টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে।

Advertisements