কলকাতা: ক্যালকাটা কাস্টমসের (Calcutta Customs) সঙ্গেও এঁটে উঠতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। বুধবার (১৪ অগস্ট) কল্যাণীর মাঠে মোহনবাগান বনাম কাস্টমস ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। পরপর ম্যাচে (CFL 2024) পয়েন্ট হারিয়ে কলকাতা ফুটবল লিগে আরও চাপে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। অনিশ্চিত সুপার সিক্স।
টিম ইন্ডিয়ায় নয়া বোলিং কোচ, দায়িত্বে এই তারকা ক্রিকেটার
মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ফুটবল লিগের গত ম্যাচে হেরেছিল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। আশা করা হয়েছিল এবার ঘুরে দাঁড়াবে সবুজ মেরুন ব্রিগেড। চলতি প্রতিযোগিতার শুরু থেকে গোলমুখ খোলার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছে মোহনবাগান। ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেও সেই একই ছবি। ম্যাচের অধিকাংশ সময় বল ছিল মোহনবাগানের ফুটবলারদের পায়ে। গোলের খোঁজে প্রায় ১৮টি শট নিয়েছিল মোহনবাগান। কিন্তু কাজের কাজ হয়নি। শট নিলেও গোল হয়নি। অতএব ভাগাভাগি হল পয়েন্ট। ক্রম তালিকায় আরও চাপে পড়ল সুপার জায়ান্ট।
এদিনের ম্যাচের পর গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র দু’টি ম্যাচে। দু’টি ম্যাচে ড্র, পরাজয় এক ম্যাচে। জোড়া ম্যাচে জয় পাওয়ার পরেই মোহনবাগানের ছন্দ পতন। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ১-২ গোলে পরাজয়, তারপর ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচ ড্র।
ভারতের ‘হ্যাটট্রিক’, শেষ হতে পারে অস্ট্রেলিয়া-রাজ! বড় মন্তব্য
মোহনবাগানের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়ে সুবিধা পেল ক্যালকাটা কাস্টমস। তারা এখন ক্রম তালিকার দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচের পর কাস্টমসের প্রাপ্ত পয়েন্ট ২০। শেষ চার ম্যাচে তারা অপরাজিত। যার মধ্যে তিন ম্যাচেই জয়। প্রথম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (২২ পয়েন্ট), তৃতীয় স্থানে রয়েছে ভবানীপুর (১৯ পয়েন্ট)। ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে সপ্তম স্থানে।