ISL : আইএসএলের নিয়ম ঘিরে বিতর্ক

গত শনিবার চলতি আইএসএলে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা ছিল ওডিশা এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই স্থগিত ঘোষণা করা হয়। সবুজ মেরুন বিগ্রেডের ফুটবলার…

ISL

গত শনিবার চলতি আইএসএলে (ISL) ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা ছিল ওডিশা এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই স্থগিত ঘোষণা করা হয়। সবুজ মেরুন বিগ্রেডের ফুটবলার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মোহনবাগানের পরের ম্যাচ ১৫ জানুয়ারি, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

কোভিড-১৯ পজিটিভ রোগী সবুজ মেরুন শিবিরে চিহ্নিত হওয়ায় ফুটবলারদের নিভৃতবাসের কঠোর বিধিনিষেধের মধ্যে দিন কাটাতে হয়েছে। বৃ্হস্পতিবার এই কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে।

বৃ্হস্পতিবার ATKমোহনবাগান ফুটবলারদের কঠোর বিধিনিষেধ শিথিল হওয়াতে শুক্রবার টিম মাঠে নেমে অনুশীলন করতে পারবে এমনটাই খবর। এদিনই ATKমোহনবাগান নিজেদের টুইটার হ্যান্ডেলে আসন্ন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ নিয়ে পোস্টের ক্যাপসনে লিখেছে,”বেঙ্গালুরু এফসি, আমাদের মাথায় ⏭”

স্বভাবতই এমন টুইটার পোস্ট ঘিরে আশার আলো ফুটে উঠেছে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে।

যদিও আইএসএলের তরফ থেকে বলা হয়েছে, যদি ১৫ জন ফুটবলার থাকে,তাহলে ম্যাচ হবে।এমনকি, কোনও দলে ১৫ জনের কম ফুটবলার থাকলেও খেলা বাতিল হবে না। এই অবস্থায় বিপক্ষ দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে দেওয়া হবে। যদি দেখা যাবে দুদলের পর্যাপ্ত খেলোয়াড় নেই ম্যাচের দিন মুখোমুখি হতে,তাহলে ওই ক্ষেত্রে ম্যাচ গোলশূন্য ড্র ঘোষণা করে দেওয়া হবে এবং পয়েন্ট দুদলের মধ্যে ভাগাভাগি করা হবে। অবশ্য এমন সিদ্ধান্তে অখুশি আইএসএলের অন্যান্য দলগুলো। আপত্তি রয়েছে এমন নিয়ম,যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।