কলকাতা: ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ম্যাচ ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। বুধবার কলকাতা ফুটবল লিগের (CFL 2024) অন্য একটি ম্যাচে বড় ব্যবধানে জিতেছে পিয়ারলেস (Peerless)। পিয়ারলেস জয় পাওয়ার ফলে পয়েন্ট তালিকায় আরও চাপ বাড়ল মোহনবাগানের ওপর।
আশা শেষ? কাস্টমসের বিরুদ্ধেও পারল না Mohun Bagan
ম্যাচ শুরু হওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে গোল তুলে নিয়েছিল পিয়ারলেস। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলে জিতেছেন করমচাঁদ মুর্মু, স্নেহাশিস দত্তরা। পিয়ারলেস এসসির পক্ষে এদিনের ম্যাচের ফলাফল ৫-১। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে এই জয় তুলে নেওয়ার ফলে গ্রুপ ‘বি’ থেকে শেষ তিন যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখল পিয়ারলেস। ২০১৯-২০ মরশুমে কলকাতা ফুটবল লিগে সাড়া জাগিয়েছিল পিয়ারলেস। সিএফএল শিরোপা জয় করেছিল তারা।
গ্রুপ ‘বি’ ক্রম তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে পিয়ারলেস এসসি। শেষ চার ম্যাচে অপরাজিত রয়েছে দল। এই চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জিতেছে, ড্র করেছে একটি ম্যাচে। কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ের বিরুদ্ধে জয়লাভ করার পর পিয়ারলেস ড্র করেছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে। এবার জিতল টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। ১০ ম্যাচের পর পিয়ারলেসের পয়েন্ট এখন ১৬। তাদের পরের ম্যাচে রয়েছে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে।
সোনা জয়েই খুলল কপাল, পাকিস্তান ক্রিকেট দলে আরশাদ নাদিম?
পয়েন্ট টেবিলে পিয়ারলেসের উত্থানের ফলে চাপ বেড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ওপর। গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র দু’টি ম্যাচে। দু’টি ম্যাচে ড্র, পরাজয় এক ম্যাচে। জোড়া ম্যাচে জয় পাওয়ার পরেই মোহনবাগানের ছন্দ পতন। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ১-২ গোলে পরাজয়, তারপর ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচ ড্র। প্রথম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (২২ পয়েন্ট), দ্বিতীয় স্থানে ক্যালকাটা কাস্টমস (২০ পয়েন্ট) তৃতীয় স্থানে রয়েছে ভবানীপুর (১৯ পয়েন্ট)।