Mohun Bagan : নিজেকে সুখী মনে করছেন না হাবাস!

অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ফিরে আসার পর বদলে গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) পারফরম্যান্স। ইন্ডিয়ান সুপার লীগে (Indian Super…

অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ফিরে আসার পর বদলে গিয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) পারফরম্যান্স। ইন্ডিয়ান সুপার লীগে (Indian Super League) পরপর ম্যাচে এসেছে জয়। তবুও নিজেকে এখনই সুখী মনে করছে না হাবাস।

শনিবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (Mohun Bagan vs Northeast United) বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসে বাগান। সবুজ মেরুন আক্রমণের তোড়ে এক সময় তাসের ঘরের মতো ভেঙে যেতে বসেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স।

খেলা শেষে সাংবাদিক সম্মেলনে মোহন বাগান সুপার জায়ান্টের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস বলেছেন, “যখন ফাইনালে পৌঁছব, তখন নিজেকে সুখী মনে করব। এখন এটাই স্বাভাবিক ব্যাপার। এটা আমার কাজের মধ্যেই পড়ে। জেতার পরে উচ্ছ্বাসে ভেসে যাওয়া বা হেরে গেলে প্রচণ্ড ক্ষিপ্ত হওয়া কোনওটাই ভাল নয়। এর মধ্যে ভারসাম্য দরকার। এটাই আমার সিক্রেট।”

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লীগ পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠে এসেছে মোহন বাগান সুপার জায়ান্ট। তারা পিছনে ফেলে দিয়েছে ভালো ফর্ম প্রদর্শন করা এফসি গোয়াকে। এ বার তাদের সামনে শুধু ওড়িশা এফসি। ১৫ ম্যাচে ওড়িশার এফসির সংগ্রহ ৩১ পয়েন্ট। নতুন বছরে টানা চারটি ম্যাচে অপরাজিত রয়েছে বাগান। এই চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে এসেছে জয়।