নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে (India vs England) একপেশে ম্যাচে হারিয়েছে ভারতীয় দল। ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ যায় মাত্র ১২২ রানে। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি ভারতের সবথেকে বড় ব্যবধানে জয়। এর আগে ওডিআই ক্রিকেট ম্যাচে বড় ব্যবধানে জয়ের নজির যুক্ত করেছিল ভারত। দুই ক্ষেত্রেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দুর্দান্ত ব্যাটিং করে টানা দ্বিতীয় ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন। একই সঙ্গে সরফরাজ খান (Sarfaraz Khan) ও শুভমান গিলও হাফসেঞ্চুরি করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে দলকে ৪৪০ রানে পৌঁছাতে অবদান রাখেন। যার কারণে ইংল্যান্ডকে ৫৫৭ রানের টার্গেট দিতে সক্ষম হয় ভারত।
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ভালো পারফর্ম রবীন্দ্র জাদেজা।
🚨 𝙍𝙚𝙘𝙤𝙧𝙙 𝘼𝙡𝙚𝙧𝙩! 🚨
With a winning margin of 434 runs in Rajkot, #TeamIndia register their biggest Test victory ever 👏🔝
A historic win courtesy of some memorable performances 👌👌
Scorecard ▶️ https://t.co/FM0hVG5X8M#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/nXbjlAYq7K
— BCCI (@BCCI) February 18, 2024
প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের স্পিন বোলিং বুঝতে পারেননি। স্পিনারের বলে আউট হন ইংল্যান্ডের ৮ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে ৪ উইকেট হারিয়ে ৪৪০ রান করেছিলেন, সেই পিচে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা করতে পারেন মাত্র ১২২ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় রান করেছিলেন ফাস্ট বোলার মার্ক উড। উড চূড়ান্ত ১৫ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। কিন্তু তিনি ছাড়া আর কোনো ইংলিশ ব্যাটসম্যান ২০ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হারের পর বিশাখাপত্তনমে দারুণ প্রত্যাবর্তন করে ১০৬ রানে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। এরপর রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট খেলা হয়। যেখানে ৪৩৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। এখন সিরিজের চতুর্থ টেস্ট ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে খেলা হবে।
A roaring win in Rajkot! 🏟️#TeamIndia register a 434-run win over England in the 3rd Test 👏👏
Scorecard ▶️ https://t.co/FM0hVG5X8M#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/87M3UiyWcw
— BCCI (@BCCI) February 18, 2024