দুই নম্বরে এবার Mohun Bagan, খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হাবাস

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC) পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)।…

Antonio Lopez Habas

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) নিজেদের ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে (North East United FC) পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)। প্রথমদিকে পিছিয়ে পড়তে হলেও সুযোগ বুঝে গোল করে দলকে সমতায় ফেরান তরুণ তারকা লিস্টন কোলাসো। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে টম জুরিখের করা গোলে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও সুযোগ বুঝে গোল করতে ভোলেননি দিমিত্রি পেট্রাতোস। পরবর্তীতে সেই ব্যবধান বাড়ান সাহাল আব্দুল সামাদ। এই জয়ের দরুন আবারো নিজের পুরনো ছন্দে ফিরে আসে সবুজ-মেরুন। এফসি গোয়াকে পিছনে রেখে আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ময়দানের এই প্রধান। 

এবারের এই টুর্নামেন্টের লিগলিল্ড জয়ের অনেকটাই কাছে চলে এসেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।‌ সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আরো কিছুটা উন্নত পর্যায়ে চলে আসবে কলকাতা ময়দানের এই প্রধান। ‌ প্রথম লেগের শেষের দিকে টানা তিন ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়তে হলেও দ্বিতীয় লীগের দ্বিতীয় ম্যাচ থেকেই ফের ঘুরে দাঁড়িয়েছে দল। সেই ধারা বজায় রয়েছে এখনো পর্যন্ত।

গতকাল ঘরের মাঠে হুয়ান পেদ্রো বেনোলীকের দলকে হারায় পালতোলা নৌকা ব্রিগেড। ফের নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন জনি কাউকো। তবে তিনি একানন। দলের প্রত্যেক ফুটবলারের খেলায় যথেষ্ট খুশি মোহনবাগানের হেড স্যার। 

হাবাসের কথায়, প্রথমদিকে আমরা পিছিয়ে থাকলেও দলের খেলোয়াড়দের মধ্যে যে জয়ের খিদে ছিল তা ৩ পয়েন্ট পেতে সাহায্য করেছে। তবে এখনই খুব একটা খুশি হতে চাইছেন না মোহনবাগানের হেড স্যার। তার কথায় দল যদি এবার আইএসএলের ফাইনাল খেলতে পারে তা নিঃসন্দেহে বড়সড় পাওনা হবে। সেকারণে আসন্ন ওডিশা ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি।