একদম সস্তায় iPhone লঞ্চ করতে চলেছে Apple, ফিচার্স চমকে দেবে

Apple কোম্পানির আইফোন কেনার ইচ্ছা করে না থাকে। কিন্তু এর দাম দেখে কিনতে গিয়েও অনেকেই শেষমেষ পিছিয়ে আসেন। কারণ ১-১.৫০ লক্ষ টাকা দিয়ে ফোন কেনা…

Apple কোম্পানির আইফোন কেনার ইচ্ছা করে না থাকে। কিন্তু এর দাম দেখে কিনতে গিয়েও অনেকেই শেষমেষ পিছিয়ে আসেন। কারণ ১-১.৫০ লক্ষ টাকা দিয়ে ফোন কেনা অনেকের কাছেই স্বপ্নের সমান। কিন্যু আপনি শুনলে অবাক হবেন, এবার সকলের কথা ভাবনা চিন্তা করে মোক্ষম সিদ্ধান্ত নিল Apple।

Apple iPhone SE4 নিয়ে আবারও একটি রিপোর্ট ফাঁস হল। আর এই রিপোর্ট দেখে কেউ নিজওর কানকে এক কথায় বিশ্বাস করতে পারছেন না। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই এই সস্তা আইফোন লঞ্চ করতে পারে অ্যাপল। নতুন আইফোন এসই ৪-এর ডিজাইন আইফোন ১৬-এর মতোই হবে। এ ছাড়া ডায়নামিক আইল্যান্ডসহ অনেক প্রিমিয়াম ফিচার দেওয়া হবে।

প্রথমবারের মতো অ্যাপল তাদের বাজেট আইফোনের ডিসপ্লেতে বড় ধরনের আপগ্রেড করবে। এতে এলসিডির পরিবর্তে OLED ডিসপ্লে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালে আইফোন এসই-এর আগের মডেল লঞ্চ করেছিল অ্যাপল। সস্তা আইফোনের জন্য ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। গত বছরের মতো এ বছরও অ্যাপল তাদের বাজেট আইফোন বাজারে ছাড়বে না। ২০২২ সালে লঞ্চ হওয়া iPhone SE 3-তে A15 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে। আসন্ন বাজেটের আইফোনে আপগ্রেড প্রসেসর দেওয়া হবে।

এক রিপোর্ট অনুযায়ী, Apple iPhone এবং Apple iPhone SE 4- এর ডিজাইন মূলত একই থাকবে। আসন্ন আইফোনের ডিজাইন হবে আইফোন ১৬-এর মতোই। আইফোন এসই ৪ একটি একক রিয়ার ক্যামেরা সেটআপ পেতে পারে। একই সময়ে, iPhone 16 ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে আসবে। অ্যাপলের সস্তা আইফোন সম্পর্কে এই মুহূর্তে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। আসন্ন Apple iPhone SE 4-এর ডিসপ্লের জন্য অ্যাপল স্যামসাং এবং বিওই-এর সাথে আলোচনা করছে।

আগের রিপোর্ট অনুযায়ী, আইফোন এসই ৪-এ ৬.১ ইঞ্চি মাপের ওএলইডি প্যানেল থাকতে পারে।