BJP: ‘১০০ দিনের মধ্যে যা করার করতে হবে,’ কীসের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?

আজ বিজেপির (BJP) জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিন। আজ দলের শীর্ষ নেতারা দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এসময় দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী…

আজ বিজেপির (BJP) জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিন। আজ দলের শীর্ষ নেতারা দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এসময় দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আগামী ১০০ দিনের মধ্যে আমাদের একত্রিত হতে হবে। সব ভোটারের কাছে যেতে হবে। প্রতিটি শ্রেণি, প্রতিটি ঐতিহ্য অর্জন করতে হবে। সবার আস্থা অর্জন করতে হবে। আর এই সব চেষ্টা করা হলে বিজেপিও দেশের সেবা করার জন্য সর্বাধিক সংখ্যক আসন পাবে। ‘

তিনি বলেন, ‘গতকাল আমার অফিসারদের সঙ্গে বসার সুযোগ হয়েছিল। আমি জেপি নাড্ডাজি, তাঁর গোটা টিমকে এবং আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি যখন এক বছরের কাজের রিপোর্টিং শুনছিলাম, তখন আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে বিজেপি কর্মীরা ক্ষমতায় থেকেও সমাজের জন্য এত কিছু করছেন। এই দু’দিনে যে আলোচনা হয়েছে তা দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।’

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বিগত ১০ বছরে ভারত যে গতি অর্জন করেছে, সেটা ভোট বিশ্বের কোনায় কোনায় আলোচনা হচ্ছে। আমরা প্রতিটি ক্ষেত্রে উচ্চতা অর্জন করেছি, একটি বড় সংকল্প নিয়ে একে যুক্ত করেছি, এটাই উন্নত ভারতের সংকল্প। এটাও আমাদের স্বপ্ন, ভারতের উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে আগামী ৫ বছর অনেক বড় ভূমিকা রাখতে যাচ্ছে ভারত, আগের চেয়ে অনেক গুণ দ্রুত কাজ করতে হবে।’

এনডিএ বিরোধী জোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিরোধী নেতারাও এনডিএ সরকারের ৪০০ পারের স্লোগান তুলছেন। ৪০০ পেরোতে হলে বিজেপিকে পার করতে হবে ৩৭০-এর মাইলফলক। গোটা দেশ বিশ্বাস করে, ১০ বছরের নিরবচ্ছিন্ন শাসনকাল এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা কোনো সাধারণ অর্জন নয়। আমরা এই দেশকে কেলেঙ্কারি ও সন্ত্রাস থেকে মুক্ত করেছি এবং দরিদ্রদের জীবনকে উন্নত করার চেষ্টা করেছি।’

আজ প্রধানমন্ত্রী জানান, ‘আমরা রাজনীতির জন্য নয়, জাতীয় নীতির জন্য এসেছি। যাকে কেউ জিজ্ঞেস করেনি, আমরা শুধু তাদেরকেই জিজ্ঞেস করতাম না, তারা তাদের ইবাদতও করত। আজ ভারত প্রত্যেক ক্ষেত্রে যে উচ্চতা অর্জন করেছে, তা প্রত্যেক দেশবাসীকে এক মহান সংকল্পের সঙ্গে যুক্ত করেছে। এটাই উন্নত ভারতের সংকল্প। এখন দেশ ছোট স্বপ্ন দেখতে পারে না, ছোট ছোট সংকল্পও নিতে পারে না। এখন স্বপ্ন বিশাল হবে এবং চিন্তাও হবে বিশাল। ভারতকে উন্নত করে তোলাই আমাদের স্বপ্ন ও সংকল্প।’