Mohun Bagan: মোহনবাগানের হয়ে ফ্রি-কিক থেকে গোল করলেন শিবাজিৎ

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই দুরন্ত গোল করল মোহনবাগান। ফ্রি-কিক থেকে হল গোল। ভবানীপুরের বিরুদ্ধে গোল করে বাগানকে এগিয়ে দেন শিবাজিৎ সিং।

   

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা পড়েছিল। অন্যান্যবারের মতো এবারেও ভবানীপুর গড়েছে হেভিওয়েট দল। সিএফএল ২০২৪ জয়ের ব্যাপারে তারাও অন্যতম দাবিদার।

Mohun Bagan vs East Bengal: কোন দলে ক’জন বাঙালি ফুটবলার?

প্রত্যাশা মতো এবারের কলকাতা ফুটবল লিগেও মোহনবাগান তাদের রিজার্ভ দল খেলাচ্ছে। ভবানীপুরের হেভিওয়েট দলের বিরুদ্ধে বাগানের রিজার্ভ দল শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলার চেষ্টা করেছে। নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ উঠে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।

খুব বেশি দিন অনুশীলন না করলেও মোহনবাগান ফুটবলারদের মধ্যে বোঝাপড়া অনেকটা ভাল বলে মনে হয়েছে। গতবারের রিজার্ভ দলের বেশিরভাগ ফুটবলার এবারের দলেও রয়েছেন। আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে কারও কারও। ফলত মোহনবাগান তাদের রিজার্ভ দলের কোর টিমকে ধরে রেখেছে। কোর টিম থাকায় দলের মধ্যে বোঝাপড়া ভাল।

Dipesh Murmu: ব্যাক টু ব্যাক ম্যাচে গোল পাচ্ছেন দীপেশ, বাড়িয়েছেন প্রত্যাশা

ম্যাচের ৬ মিনিটের মাথায় ফাউল করে বসে ভবানীপুর। নিজেদের বক্সের একটু বাইরে হয় ফাউল। ফ্রি কিকের সিদ্ধান্ত দেন রেফারি। এই সিদ্ধান্তে অখুশি দেখিয়েছে ভবানীপুরের কোচ-ফুটবলারকে। সিদ্ধান্ত বদল হয়নি। ফ্রি কিক থেকে গোল করে যান বাগানের শিবাজিৎ সিং। রাইট পোস্ট লক্ষ্য করে নেওয়া শট জড়িয়ে যায় জালে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন