নির্ধারিত সময়ের ৬ দিন আগেই ঢুকল বর্ষা, আকাশ কালো করে নামবে ভারী বৃষ্টি

জুলাই মাসে দেশে বর্ষার (Monsoon) পরিস্থিতি নিয়ে ফের একবার বড় তথ্য দিল আইএমডি। যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর। আদতে নির্ধারিত সময়ের প্রায়…

monsoon নির্ধারিত সময়ের ৬ দিন আগেই ঢুকল বর্ষা, আকাশ কালো করে নামবে ভারী বৃষ্টি

জুলাই মাসে দেশে বর্ষার (Monsoon) পরিস্থিতি নিয়ে ফের একবার বড় তথ্য দিল আইএমডি। যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর। আদতে নির্ধারিত সময়ের প্রায় ছ’দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে গোটা দেশে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের বাকি অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

কেরল ও উত্তর-পূর্বাঞ্চলে বর্ষা ঢুকেছে ৩০ মে, স্বাভাবিকের থেকে দু-ছয় দিন আগে। মঙ্গলবার, ২ জুলাইয়ের জন্য সমস্ত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আইএমডি কিছু রাজ্যের জন্য বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা এবং অন্যদের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ জুলাই উত্তরাখণ্ড, অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে গুজরাট, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

   

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দিল্লির উপর দিয়ে বর্ষা রেখা বয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে আগামী দু’দিন রাজধানীতে ভালোরকমের বৃষ্টি হতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশ বাদে সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ ১০টি রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ-সহ একাধিক রাজ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

এদিকে বেশ কিছু রাজ্যে মেঘ ভাঙা বৃষ্টি তো আবার কোথাও হরপা বানের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।