Mohun Bagan SG: আইএসএল ট্রফি জিতেই সেলিব্রেশন করতে চান পেত্রাতোস

দিন দুয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। এই জয়ের ফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড সুনিশ্চিত…

Mohun Bagan SG, Dimitri Petratos, ISL

দিন দুয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। এই জয়ের ফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড সুনিশ্চিত হয়ে গিয়েছে ময়দানের এই প্রধানের। যা নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। এই প্রথমবার আইএসএলের লিগশিল্ড জয় করেছে কলকাতার কোন ফুটবল ক্লাব।

যার দরুন, আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সবুজ-মেরুন ব্রিগেড। এক কথায় বলতে গেলে যা ইতিহাস। তবে এখনই সব নয়, শিল্ড জয়ের পাশাপাশি এবারের আইএসএল ট্রফি জিতেই সেলিব্রেশন করতে চাইছে বাগান শিবির। ‌

ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন দলের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত বছর অল্পের জন্য এই শিল্ড আমাদের হারতে হয়েছিল। তবে এই মরশুমের প্রথম থেকেই আমাদের এই খেতাব জয়ের দিকে নজর ছিল। প্রথম থেকেই আমাদের দলের সকলে যথেষ্ট পরিশ্রম করেছে। সুযোগ মতো নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে‌। মাঝে দলের কোচের অনুপস্থিতিতে দলের কিছুটা সমস্যা হলেও পরবর্তীতে বেঙ্গালুরু ম্যাচে তা শুধরে গিয়েছে। সেখান থেকেই পরবর্তীতে আমরা মুম্বাইকে হারিয়ে লিগশিল্ড জয় করেছি। কিন্তু এখানেই শেষ নয় আমরা এবছরও আইএসএল ট্রফি জয় করেই সেলিব্রেশন করতে চাই।

বলাবাহুল্য, কত ফুটবল মরশুমের শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে ছন্দে ফিরেছিল মোহনবাগান। শেষ পর্যন্ত, এই বেঙ্গালুরু এফসিকে হারিয়েই খেতাব এসেছিল কলকাতার বুকে। এবার সেই ট্রেন্ড ধরে রাখতেই মরিয়া মেরিনার্সরা।