ডুরান্ড কাপের হতাশা ভুলে ইন্ডিয়ান সুপার লিগ থেকেই ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথম ম্যাচে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ছন্দে ফেরে কলকাতা ময়দানের এই প্রধান। মাঝে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে ফের ঘুরে দাঁড়ায় মোহনবাগান (Mohun Bagan SG)। টানা দুইটি ডার্বি জয় করে সবুজ-মেরুন। অনবদ্য ফুটবল খেলে তাঁরা পরাজিত করে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইমামি ইস্টবেঙ্গলকে। তারপর সেই ধারা বজায় রেখেই আসে পরবর্তী জয়।
Also Read | ডার্বি প্রসঙ্গে নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরলেন শুভাশিস
সপ্তাহ কয়েক আগেই গাছিবাউলি স্টেডিয়ামে তাঁরা পরাজিত করে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসিকে। একের পর এক ম্যাচে জয় পাওয়ার দরুন বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে গতবারের শিল্ড জয়ীরা। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই কলিঙ্গের বুকে শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তাই সব দিক মাথায় রেখেই গত কয়েকদিন ধরে ফুটবলারদের জোর কদমে অনুশীলন করাচ্ছেন বাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)।
Also Read | রবসন রবিনহো কবে যোগ দিচ্ছেন লাল-হলুদ কর্তার পোস্টে বাড়ল জল্পনা
তবে ফুটবলারদের বেশ কয়েকজনের কার্ড সমস্যা কিছুটা হলেও হয়তো প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। যদিও এইসব নিয়ে একেবারেই ভাবছেন না সবুজ-মেরুন হেডস্যার। একটি জনপ্রিয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোলিনা (Jose Molina)বলেন,” হলুদ কার্ড হল রেফারির সিদ্ধান্ত এবং সেগুলি সঠিক বা ভুল হতে পারে। কিন্তু মোহনবাগান (Mohun Bagan SG) আমাকে এখানে এনেছে ফেয়ার প্লে ট্রফি জিততে নয়, শিরোপা জেতার জন্য। দুটোই যদি অর্জন করা যায়, তবে ভালো। তবে সবসময়ই আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপের দিকে।”
Also Read | প্রকাশ্যে এল ডার্বির আগে আচমকাই লাল-হলুদ তাঁবুতে বাগানের প্রাক্তন ফুটবলার যাওয়ার কারণ
গত সিজনে আন্তোনিও লোপেজ হাবাসের হাতে দলের দায়িত্ব থাকলেও এবার বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। নয়া সিজনে সবুজ-মেরুনের হেডকোচ হিসেবে নিয়োগ করা হয়েছে এটিকের আইএসএল জয়ী কোচকে। তাঁর হাত ধরেই নতুন করে স্বপ্ন দেখছে মোহনবাগান (Mohun Bagan SG)। ডুরান্ড কাপ হাতছাড়া হলেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই এখন অন্যতম লক্ষ্য মোলিনার (Jose Molina)।