ডার্বি প্রসঙ্গে নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরলেন শুভাশিস

শেষ কয়েক মরসুম ধরেই মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) দলের অধিনায়কত্ব করে আসছেন শুভাশিস বসু (Subhasish Bose) । প্রীতম কোটাল দল ছাড়ার পর তাঁর…

Optimistic Captain Subhasish Bose

শেষ কয়েক মরসুম ধরেই মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) দলের অধিনায়কত্ব করে আসছেন শুভাশিস বসু (Subhasish Bose) । প্রীতম কোটাল দল ছাড়ার পর তাঁর কাঁধে ভর করেই ছুটে চলেছে মোহনতরী। ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বাঙালি ডিফেন্ডারের। যারফলে অনায়াসেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।  সময়ের সাথে সাথে দলের একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের বদল ঘটানো হলেও রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম পছন্দ থেকেছেন শুভাশিস বসু।

Also Read | প্রকাশ্যে এল ডার্বির আগে আচমকাই লাল-হলুদ তাঁবুতে বাগানের প্রাক্তন ফুটবলার যাওয়ার কারণ

   

এই নয়া সিজনে ও তাঁর উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলছে দলের পারফরম্যান্সে। প্রতিপক্ষের আক্রমণভাগ ভোঁতা করার পাশাপাশি দলের হয়ে গোল ও করছেন এই বাঙালি ফুটবলার। সপ্তাহ কয়েক আগে মরসুমের প্রথম ডার্বিতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাতীয় দলের এই ভরসাযোগ্য লেফট ব্যাক।‌ তাঁর পারফরম্যান্স সহজেই মন জয় করেছে আপামর সবুজ-মেরুন জনতার। প্রতি মরসুমে দল ধারাবাহিকভাবে ট্রফি জয় করলেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জয় করার আনন্দ নিঃসন্দেহে খাঁটো করে দেয় সমস্ত কিছুকে।

Also Read | রবসন রবিনহো কবে যোগ দিচ্ছেন লাল-হলুদ কর্তার পোস্টে বাড়ল জল্পনা

দশকের পর দশক ধরে এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে প্রবুল উন্মাদনা দেখা যায় গোটা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই নিয়েই এবার মুখ খুললেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। বুধবার একটি জনপ্রিয় মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কলকাতা ডার্বির প্রসঙ্গে তিনি বলেন, “যদি আমি একটি ডার্বি হেরে যাই, আমার বাবা এটি নিয়ে আরও চিন্তিত এবং বিরক্ত হবেন। আমি আমার পরিবারের মুখোমুখি হতে পারব না কারণ তাঁরা সবাই হতাশ হবে যে তাঁদের ছেলে তাঁদের জন্য ডার্বি জিততে পারেনি। আমি খুশি যে দিনটি এখনও আসেনি”

Also Read | ডার্বির আগেই লাল-হলুদ শিবিরকে কোন বার্তা ‘প্রফেসর’ কুয়াদ্রাতের

বাগান অধিনায়কের এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি করবে মেরিনার্সদের। পরিসংখ্যান অনুযায়ী দেখলে শেষ কয়েক মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে শুভাশিস বসুর উপস্থিতিতে ইস্টবেঙ্গলের বিপক্ষে অধিকাংশ ডার্বিতেই প্রভাব বিস্তার করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই তুলনায় কিছুটা হলেও যেন পিছিয়ে লাল-হলুদ ব্রিগেড। সেই ধারা বজায় রেখেই চলতি মরসুমের প্রথম আইএসএল ডার্বির শেষে সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য এই বাঙালি তারকার।