Mohun Bagan: হায়দরাবাদ দলের এই তারকার দিকে নজর বাগানের

চলতি মরশুমের শুরু থেকেই মোহনবাগান (Mohun Bagan) দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। মূলত দলের জুনিয়র দলের দায়িত্বে থাকলেও বর্তমানে সিনিয়র দলের পারফরম্যান্স…

chinglensana singh

চলতি মরশুমের শুরু থেকেই মোহনবাগান (Mohun Bagan) দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। মূলত দলের জুনিয়র দলের দায়িত্বে থাকলেও বর্তমানে সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নন তিনি। তবে এএফসি কাপের পর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে দলের জয় আসলেও পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না তিনি।

 আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’ 

বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নাকি দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করতে বসবেন তিনি। তারপর বেশকিছু ফুটবলারদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়ত বিদায় জানানো হতে পারে একাধিক ফুটবলারদের। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন একাধিক দাপুটে ফুটবলার।

 আরও পড়ুন:  Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!

তাহলে হয়ত আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশকিছু বদল আসতে পারে দলের অন্দরে। সেক্ষেত্রে প্রধান দলে একাধিক জুনিয়র ফুটবলারদের পাশাপাশি বেশকিছু নতুন বিদেশি খেলোয়াড়দের দেখা যেতে পারে দলে। তবে ঠিক কারা আসতে পারেন কিংবা কাদের দিকে নজর রয়েছে তা নিয়ে সেই সময় তেমন কিছু জানা না গেলেও এবার সামনে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আইএসএলের অন্যতম প্রভাবশালী ফুটবল দল হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার চিংলেসানার দিকে নাকি নজর রাখছে গতবারের আইএসএল জয়ী দল মোহনবাগান সুপারজায়ান্টস।

 আরও পড়ুন:  Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা

উল্লেখ্য, গত ফুটবল মরশুম থেকেই ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডারের দিকে নজর ছিল সবুজ-মেরুনের। তবে শেষ পর্যন্ত তাকে দলে টানা সম্ভব হয়নি।  তবে এবার নাকি রক্ষনভাগের দায়িত্ব সামাল দেওয়ার জন্য এই তারকাকে আনতে চাইছেন হাবাস। আসলে আনোয়ার আলীর ছিটকে যাওয়ার পর যথেষ্ট প্রভাব পড়েছে দলের রক্ষনভাগে। যার ফল ও ভুগতে হয়েছে তাদের প্রবলভাবে। তাই এবার এমন পরিকল্পনা নিতে চাইছে বাগান ম্যানেজমেন্ট।