Xiaomi: শীতে স্মার্ট স্কার্ফ কিনেছেন? না কিনলে পস্তাবেন

স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট গাড়ির পাশাপাশি পোশাকেও প্রযুক্তি যুক্ত করে সাড়া ফেলেছে চিনা রাইসিং স্টার Xiaomi। এই গেজেট নির্মাণ সংস্থাটির লঞ্চ করা বৈদ্যুতিক স্কার্ফ চমকে দিয়েছে…

Smart Scurf

স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট গাড়ির পাশাপাশি পোশাকেও প্রযুক্তি যুক্ত করে সাড়া ফেলেছে চিনা রাইসিং স্টার Xiaomi। এই গেজেট নির্মাণ সংস্থাটির লঞ্চ করা বৈদ্যুতিক স্কার্ফ চমকে দিয়েছে সবাইকে। স্মার্ট স্কার্ফ কনকনে শীতেও শরীর গরম রাখতে সাহায্য করবে‌। এসব যে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ব্যাটারির সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যায়। এটি একটি 5000 MAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যান্য গেজেটের মত প্রয়োজন অনুযায়ী ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। স্কার্ফটির ভেতরে কিছু ইলেকট্রিক্যাল মাইকোপার্ট থাকে, যেগুলি চার্জ ছাড়া কাজ করতে পারে না। এতে দেওয়া হয়েছে টেম্পারেচার হিটিং কন্ট্রোল যার মাধ্যমে নিজ নিজ চাহিদানুযায়ী টেম্পারেচার পরিবর্তন করা যাবে।

আরও পড়ুন: Hyundai গাড়িতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন বিস্তারিত

উচ্চ বিশুদ্ধতার কার্বন ন্যানো টিউব হিটিং প্রযুক্তির পাশাপাশি তাপমাত্রা ব্যবহার করা হয়েছে। ৩৮ ডিগ্রি ৩৫ ডিগ্রি ও ৫০ ডিগ্রি সেলসিয়াস তিনটি ভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর সঙ্গে একটি গরম করার সিটও দেওয়া হচ্ছে যা ব্যবহারকারীর শরীরকে উত্তপ্ত করবে। পরিধান করার ৩ সেকেন্ডের মধ্যে স্কার্ফটি উষ্ণ হওয়া করে দেয়। প্রচন্ড ঠান্ডায় এই স্কার্ফ ব্যবহারকারীকে ব্যাপক আরাম দেবে। এটি হাড় গরম রাখতেও সাহায্য করবে‌। এটি দেখতে বেশ স্টাইলিস হওয়ায় যে কোন পোশাকের সাথে মানিয়ে যাবে। এটি সহজে পরিষ্কার করা নিয়ে বিশেষ চিন্তা করতে হবে না। সাধারণ যে কোন পোশাকের মতো ওয়াশিং মেশিনেই পরিষ্কার করা যাবে এটি। দুর্ঘটনায় এড়াতে ওভার কারেন্ট, অতিরিক্ত তাপমাত্রা, শর্ট সার্কিট অন্যান্য সুরক্ষা প্রদনের ব্যবস্থা রয়েছে এতে। কিছু ভুল হলে স্বয়ংক্রিয়ভাবে এর পাওয়ার সিস্টেম বন্ধ হয়ে যাবে। এটি‌ পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বা যান্ত্রিক জটিলতায় পড়ার কোন অবকাশ নেই।

আরও পড়ুন: Fluentalk T1 মিনি ট্রান্সলেটর লোড করুন, যে কোনও ভাষা আপনার হাতের মুঠোয় 

Xiaomi স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল হিটিং স্কার্ফের দাম খুবই কম। তবে এই স্মার্টস্কার্ফ বিশ্ববাজারে বিক্রি হচ্ছে এটা শুধুমাত্র চিনা বাজারেই পাওয়া যায়। চিনের একটি ওয়েবসাইট থেকে স্মার্ট স্কার্ফ ক্রয় করতে পারবেন গ্রাহকরা। সেখানে দাম থাকছে মাত্র 149 চিনা ইউয়ান। তবে সবচেয়ে আকর্ষণীয় অফারটি হল এই স্মার্ট স্কার্ফ ক্রয় করলে সম্পূর্ণ বিনামূল্যে একটি পাওয়ার ব্যাংক পাওয়া যাবে। শীতের মরশুমে কিছু জায়গায় পার্বত্য এলাকায় তাপমাত্রা খুব কমে যায়। এমনকি মাইনাসে নেমে যায় তাপমাত্রা।

আরও পড়ুন: SIM Card-র নিয়মে বড় পরিবর্তন ! না মানলে ১০ লাখ টাকা জরিমানা

ডিসেম্বরের শেষ থেকে শৈত্য প্রবাহ সবচেয়ে শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও বলা হয়েছে চিনে ৩০ টিরও বেশি দেশ অঞ্চল শহরে তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাবে। বৃষ্টি, তুষার ও প্রবল বাতাসের সম্ভাবনাও প্রকাশ করা হয়েছে। তাই আগে থেকে হাড় কাঁপানো শীত থেকে রেহাই পেতে মূলত নতুন স্মার্ট স্কার্ফ নিয়ে এসেছে চিন। তবে পোশাকে আধুনিক প্রযুক্তির সংযোজন এবারে প্রথম নয়। আরও বহুদিন আগেই Xiaomi অ্যান্টি ভাইরাল টিশার্ট এসেছিল বাজারে। এই টিশার্ট বিশেষ কিছু রোগ জীবাণুকে দূরে রাখতে সাহায্য করে। জানা গেছে এটি নাকি কোভিডের জীবাণুকেও প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।