Super Cup: প্রথম ম্যাচেই বড় জয় মোহনবাগানের, উড়ে গেল গোকুলাম

অপরাজিত মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলে যেখানে শেষ করেছিল সেখান থেকেই সুপার কাপ (Super Cup) শুরু ফেরেন্দোর ছেলেদের।

Mohun Bagan players celebrating a goal on the field

অপরাজিত মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলে যেখানে শেষ করেছিল সেখান থেকেই সুপার কাপ (Super Cup) শুরু ফেরেন্দোর ছেলেদের। আজ গোকুলাম কেরালার বিপক্ষে সুপার কাপ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের নিরিখে ৫-১ গোলে জয় লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো। এছাড়াও গোল করেন হুগো বুমোস, মনবীর সিং ও কিয়ান নাসিরি। অন্যদিকে গোকুলাম কেরালার হয়ে গোল করেন সার্জিও। পরবর্তীতে এফসি গোয়ার মতো দলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

উল্লেখ্য, আজকের ম্যাচ একেবারে বদলা নেওয়ার ম্যাচ ছিল সবুজ-মেরুনের কাছে। গত ডুরান্ড কাপে এই গোকুলামের কাছেই পরাজিত হতে হয়েছিল বাগান শিবির কে। তাই আজ তাদের পরাজিত করেই সুপার কাপ অভিযান শুরু করার ভাবনা ছিল বাগান কোচ হুয়ান ফেরেন্দোর। সেইমতো নিজের ঘুটি সাজাতে শুরু করেন সবুজ-মেরুনের হেডস্যার। আশিক কুরুনিয়ানের বদলে কিয়ান নাসিরি কে দলে আনার পাশাপাশি আর একাধিক পদক্ষেপ নেন ফেরেন্দো। তাতেই আসে চূড়ান্ত সাফল্য।

আজ ম্যাচের প্রথমদিকে ই একেবারেই ৬ মিনিটের মাথায় লিস্টনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপর ২৭ মিনিটের মাথায় ফের গোল করেন লিস্টন। এবারের আইএসএলে ফর্ম না থাকলেও সুপার কাপে সকলকে চমকে দেন এই ফুটবলার। তার করা দুটো গোলেই ম্যাচের চালকের আসনে বসে মোহনবাগান। তারপর ম্যাচের ৪৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান হুগো বুমোস। যারফলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাগান শিবির।

এরপর দ্বিতীয়ার্ধে মনবীর সিং গোল করে ৪-০ গোলে এগিয়ে দেন সবুজ-মেরুন কে। তবে ৭২ মিনিটের মাথায় ব্যবধান কমান গোকুলাম তারকা সার্জিও। এতে ৪-১ ব্যবধান দাঁড়ায় ম্যাচের। তবে অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের রক্ষনভাগের খেলোয়াড় কে বোকা বানিয়ে গোল করে যান কিয়ান নাসিরি। যারফলে ৫-১ জয় লাভ করে গঙ্গাপাড়ের এই ক্লাব।