Mohun Bagan SG: মোহনবাগানের সুবিধা করে দিল চেন্নাইন

পরাজিত ওড়িশা এফসি। রবিবার ২-১ ব্যবধানে জয়লাভ করেছে চেন্নাইন এফসি। সুবিধা হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। ইন্ডিয়ান সুপার লীগ শিল্ড জয়ের দৌড়ে…

Chennai FC Odisha FC

পরাজিত ওড়িশা এফসি। রবিবার ২-১ ব্যবধানে জয়লাভ করেছে চেন্নাইন এফসি। সুবিধা হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। ইন্ডিয়ান সুপার লীগ শিল্ড জয়ের দৌড়ে প্রবলভাবে রয়েছে তিন দল – ওড়িশা এফসি, মুম্বাই সিটি এফসি ও মোহন বাগান সুপার জায়ান্ট। এই তিন দলের পয়েন্ট রয়েছে খুব কাছাকাছি।

ওড়িশা এফসি ধারাবাহিকভাবে পয়েন্ট অর্জন করেছে তাদের শেষ কয়েকটি ম্যাচে। এক প্রকার অপ্রতিরোধ্য দেখাচ্ছে সের্জিও লোবেরার দলকে। রবিবারের ম্যাচেও চেন্নাইন এফসির বিরুদ্ধে ফেভারিট ছিল ওড়িশা এফসি।

ম্যাচের শুরুতেই বিস্ময়। সাত মিনিটের মাথায় সেট পিস থেকে গোল করে চেন্নাইন দলকে এগিয়ে দেন অঙ্কিত মুখার্জি। সেট পিস থেকে হেডে গোল করেন তিনি। আগুয়ান অঙ্কিতকে সেই অর্থেই বাধা দিতে পারেনি ওড়িশা রক্ষণ। যার ফলে খুব সহজে এক গোলে এগিয়ে যায় চেন্নাইন।

বিরতির আগে পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল চেন্নাইন। পরে ওড়িশা এফসির হয়ে সময় ফেরান রয় কৃষ্ণা। আক্রমণে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করেছিল লোবেরা দল। এক সময় মনে হচ্ছিল অমীমাংসিত থেকে যাবে ম্যাচ। ঠিক তখনই খেলার শেষ বাঁশি বাজার আগে চেন্নাইন এফসির হয়ে জয় সূচক গোল করে যান জর্ডন মারে।

হারলেও লীগ ক্রম তালিকার শীর্ষে রইল ওড়িশা এফসি। ১৮ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি। এক ম্যাচ কম খেলে তাদেরও ৩৫ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ১৬ ম্যাচ খেলে অর্জন করেছে ৩৩ পয়েন্ট।