চেন্নাইয়নের জার্সি গায়ে দিতে পারেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ডিফেন্ডার আদিল খান

গত বছর ইস্টবেঙ্গল (East Bengal ) ডিফেন্সের ভরসমান খেলোয়াড় ছিলেন আদিল খান (Adil Khan)। একার লড়াইয়ে অনেক স্ট্রাইকারদের সাথে লড়াই করেছিলেন তিনি। গত বছর হায়দ্রাবাদ…

Former East Bengal footballer defender Adil Khan

গত বছর ইস্টবেঙ্গল (East Bengal ) ডিফেন্সের ভরসমান খেলোয়াড় ছিলেন আদিল খান (Adil Khan)। একার লড়াইয়ে অনেক স্ট্রাইকারদের সাথে লড়াই করেছিলেন তিনি। গত বছর হায়দ্রাবাদ এফসি থেকে লোনে লাল হলুদ ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি যদিও এইবার ইনভেস্টর বদল ঘটায় আদিল খানকে দলে রাখেনি তারা।

আইএসএল এ এবার কোনো দলই পাননি এই ৩৪ বছর বয়সী ডিফেন্ডার।জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই ভরসমান ডিফেন্ডারকে টায় দলে নিতে ঝাঁপাচ্ছে চেন্নাইয়ন। আদিল খানের সাথে কথা বার্তা ও চালাচ্ছেন তারা।

আদিল খান তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালের স্পোর্টিং গোয়ার হয়ে খেলে।এরপর ২০১৩-১৪ আইলিগে মোহনবাগান দলেরও সদস্য ছিলেন তিনি।এছাড়াও আই লিগ ক্লাব ডেম্পো, চার্চিল ব্রাদার্স এবং আইএসএল দল দিল্লি ডায়নামোস,পুনে সিটি,এফসি গোয়া,হায়দ্রাবাদের মত খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। ভারতের জার্সিতে ১৩ টি ম্যাচ খেলেছেন তিনি একটি গোল ও আছে তার নামের পাশে।

লিগ টেবিলের খুব একটা ওপরের দিকে নেই চেন্নাইয়ন।৯ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে তারা,হেরেছে ৪টি ড্র করেছে ১টি ম্যাচ। লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা।এখনও অবধি হিরো ইন্ডিয়ান সুপার লিগ ২০২২-২৩ মরশুমে ২০টি গোল হজম করেছে যা গোল খাওয়ার তালিকায় দ্বিতীয় এবং তারা করছে ১৯টি গোল।স্বাভাবিক ভাবে বোঝাই যাচ্ছে দলের ডিফেন্সের অবস্থা খুব একটা যে সুবিধাজনক অবস্থায় রয়েছে তেমনটা নয়।ফলে এই অভিজ্ঞ ডিফেন্ডার চেন্নাইয়নের জার্সি গায়ে দিলে ডিফেন্স অনেকটাই মজবুত হবে।