KKR vs DC : হারতে হারতে চেন্নাইয়ের খুব কাছে কলকাতা

টানা পাঁচ ম্যাচে হার। হারতে হারতে চেন্নাই সুপার কিংসের খুব কাছে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাস্ত নাইট বাহিনী (KKR vs…

টানা পাঁচ ম্যাচে হার। হারতে হারতে চেন্নাই সুপার কিংসের খুব কাছে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাস্ত নাইট বাহিনী (KKR vs DC)।

টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঋষভ পন্থ। ভুল সিদ্ধান্ত নেননি তিনি। কাজের কাজ করে দিয়েছিলেন তাঁর বোলাররা। তিন বোলারের দাপটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল কেকেআর ব্যাটিং লাইনআপ।

   

কুলদীপ যাদব একাই নিয়েছেন চার উইকেট। মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট পেয়েছেন। কলকাতার হয়ে রান পেয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (৪২ রান), নীতিশ রানা (৫৭ রান) এবং রিঙ্কু সিং (২৩ রান)। নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেটে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৪৬।

ওয়াংখেড়ের উইকেটে দিল্লির ব্যাটসম্যানরাও বিপাকে পড়েছিলেন। কলকাতার বিরুদ্ধেও ভালো খেললেন ডেভিড ওয়ার্নার। ২৬ বলে ৪২ রান করে আউট হয়েছেন তিনি। মূলত টিম গেমের ওপর ভর করে নাইটদের জারিজুরি নির্বিষ করে দিয়েছে রাজধানী শহরের দল। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। কলকাতার হয়ে উমেশ যাদব নিয়েছেন তিনটি উইকেট।

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে কলকাতা নাইট রাইডার্স। নয় ম্যাচ খেলেছে হার ছয়টিতে। এক ম্যাচ কম খেলে নবম স্থানে চেন্নাই সুপার কিংস। আট ম্যাচে তাদের পয়েন্ট চার।