প্রসেনজিৎ চৌধুরী: সোনালি স্বপ্নের সেই ৪২ মিনিট! এই মুহূর্তটি নজির গড়ে দিল কাতার বিশ্বকাপের আসরে। নজিরবিহীন এক লড়াইয়ের নাম (Morocco) মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে (Qatar WC) বিশ্বকাপে সেমিফাইনালে গেল অ্যাটলাসের সিংহ। পরাজিত (Portugal) পর্তুগাল। “It’s Time For Africa”-এটা আফ্রিকার সময়।
বিদায় রোনাল্ডো। বিপুল অর্থ নিয়ে বিশ্বের সবথেকে দামি ফুটবলার হয়ে সৌদি আরবের ক্লাবে খেলবেন তিনি। সেই আরব দুনিয়ার অন্তর্ভুক্ত আফ্রিকার দেশ মরক্কোর সামনে আর একটা মাত্র সিঁড়ি। ভীষণ কঠিন সেই সিঁড়ি। যে সিঁড়ি টপকাতে রোনাল্ডো আর কোনোদিন পারবেন না। ক্লাব নাকি দেশ দ্বন্দ্বে পড়ে থাকা ফুটবল জাদুকর বিদায়। স্বাগত মরক্কো। আজ কে বলে গো মানহারা মানবী! মরক্কোর মারকাটারি খেলায় আফ্রিকার গর্জন।
এর আগে কোনও আফ্রিকান দেশ ও আরব বিশ্বের দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠতে পারেনি। চরম চমক দিয়ে ক্যামেরুন ১৯৯০ সালে, দুরন্ত খেলে সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। শনিবার আফ্রিকানবাসীর কাছে স্বপ্নের রাত। এই রাতে গর্জন করেছে অ্যাটলাসের সিংহ।