Mohun Bagan: ডার্বির আগে লাল-হলুদকে খোঁচা বাগান সচিবের

শুক্রবার নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, চলতি আইএসএল মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল কলকাতা ময়দানের এই…

debasish dutta

শুক্রবার নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যারফলে, চলতি আইএসএল মরশুমে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল কলকাতা ময়দানের এই প্রধান। তাই এবারের এই টুর্নামেন্টের লিগলিল্ড জয়ের হাতছানি এখনও রয়েছে শুভাশিস বসুদের।

দ্বিতীয় লেগে শুরুটা খুব একটা আরামদায়ক না থাকলেও পরবর্তীতে ম্যাচ যত এগিয়েছে ততই ছন্দে ফিরেছে গোটা দল। সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করা ছাড়া প্রত্যেক ম্যাচই প্রায় তিন পয়েন্ট নিশ্চিত করেছে দল। যা নিয়ে খুশি দলের সমর্থকরা। এসবের মাঝেই ফের আলোড়ন ফেলল বাগান সচিবের মন্তব্য।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দেবাশীষ দত্ত। আসন্ন ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এবার ইস্টবেঙ্গল ডার্বির হোস্ট। তাই ওরা যেখানে গিয়ে খেলতে বলবে আমরা সেখানেই গিয়ে খেলব। এক্ষেত্রে গোটা বিষয়টি এফএসডিএল নির্ধারণ করে থাকেন। আমাদের কাজ মাঠে গিয়ে ম্যাচ খেলা। 

উল্লেখ্য, সূচী অনুযায়ী আগামী ১০ই মার্চ দুই প্রধানের ডার্বি হওয়ার কথা থাকলেও বিশেষ রাজনৈতিক সমাবেশের দরুন বাড়তি নিরাপত্তা পাওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে ওই দিন ডার্বি হওয়া একপ্রকার অনিশ্চিত বলাই চলে। তবে তার পরিবর্তে যে কোন দিন দল নামাতে রাজি মোহনবাগান। তবে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচ একদিন পিছোনোর আরজি উঠে আসে সবুজ-মেরুন সচিবের তরফ থেকে।

তবে এখানেই শেষ নয়। লাল-হলুদের জুনিয়র দলে বয়স ভাড়িয়ে ফুটবলার রাখার প্রসঙ্গে তিনি বলেন, এটি চরম অপরাধ। ফুটবল নিয়ে তঞ্চকতা করার কোন স্থান নেই। কিছু মাস আগে আমরা যে অভিযোগ তুলেছিলাম সেটা সত্য বলে প্রমাণিত হল। সেই সঙ্গে তিনি আরো বলেন, আমরা মাঠে গিয়ে ফুটবল খেলি। মস্তানি করি না। ফুটবল কিভাবে খেলতে হয় সেটা আমরা জানি। তাই আমরা খেলে জিতি। বর্তমানে দল যথেষ্ট ভালো খেলছে। আশা করি আগামী দিনেও ভালো খেলার চেষ্টা করবে।