East Bengal: পরাজিত জামশেদপুর, ফের প্লে অফের স্বপ্ন লাল-হলুদের

শেষ ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যার দরুণ এবারের আইএসএলের প্লে অফে কার্যত অনিশ্চিত হয়ে…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

শেষ ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যার দরুণ এবারের আইএসএলের প্লে অফে কার্যত অনিশ্চিত হয়ে পড়ে কলকাতা ময়দানের এই প্রধান। যা দেখে রীতিমতো হতাশার আবহ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। অন্যদিকে, ইমামি ইস্টবেঙ্গল দলকে হারানোর দরুন পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের স্থান অনেকটাই মজবুত করে রাখে ওডিশা। তবে এবার ফের আইএসএলের সুপার সিক্সে যাওয়ার ক্ষীন আশা দেখা দিয়েছে লাল-হলুদের।

আসলে শুক্রবার অ্যাওয়ে ম্যাচে ময়দানের আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হতে হয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে। যারফলে, ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকল জাভিয়ের সিভেরিওরা। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে হুয়ান‌ পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড।

   

অন্যদিকে, ১৭ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। পরবর্তী ম্যাচ তাদের এফসি গোয়ার বিপক্ষে। সেই ম্যাচ জিততে পারলেই ক্ষনিকের জন্য প্রথম ছয় নম্বরে উঠে আসবে মহেশরা।

তবে মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়াকে হারানো যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তাছাড়া বর্তমানে দলের যে পরিস্থিতি তাতে শক্তিশালী গোয়াকে আটকানো কার্যত অসম্ভব তাদের পক্ষে।

অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডকে খেলতে হবে দুর্বল হায়দরাবাদ দলের বিপক্ষে।‌ সেই ম্যাচ জিতলে ছয় নম্বরে উঠে আসবে জন আব্রাহামের দল। তবে শুধু একটা ম্যাচ নয় প্লে-অফে সুযোগ করে নিতে হলে প্রত্যেকটি ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গল দলকে‌। যা বর্তমান সময়ে দাঁড়িয়ে কার্যত অসম্ভব।