মার্চ মাস সবে শুরু হল। আর তারই মধ্যে দেশের বহু অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গেল। একই হাল বাংলারও। দফায় দফায় পারদ (Temparature) চড়ছে বাংলার বেশ কিছু জেলায়। একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের পার্বত্য রাজ্যগুলির মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে কখনও বৃষ্টি (Rainfall) তো কখনও গরম আবহাওয়ার সম্মুখীন হচ্ছেন বাংলার মানুষজন।
এহেন গরম আবহাওয়ার মাঝেই বাংলাজুড়ে বর্ষণের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ শনিবার কী বৃষ্টি হবে কোথাও? এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ মার্চের দ্বিতীয় দিনে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আনুমানিক ৩২ ডিগ্রির কাছাকাছি। কিন্তু আজ কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আপনার যদি আজ উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু। কারণ আজ উত্তরের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি আগামী রবিবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা। রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।