Mohun Bagan: রেফারিং প্রসঙ্গে এবার মুখ খুললেন বাগান সচিব দেবাশিস দত্ত

৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। সম্পূর্ন সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে সেই ম্যাচ।…

Mohun Bagan Secretary Debashis Dutta

৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস। সম্পূর্ন সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে সেই ম্যাচ। যা নিয়ে খুব একটা খুশি হতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা।  অন্যদিকে, প্রায় হেরে যাওয়া ম্যাচ ড্র করে আনন্দের পরিস্থিতি বাগান সমর্থকদের মধ্যে।

একইভাবে খুশির আমেজ রয়েছে বাগান ব্রিগেডের ফুটবলারদের মধ্যে। যারফলে, ম্যাচের শেষে কিছুটা স্বস্তিতেই গাড়িতে উঠতে দেখা যায় দলের সকল ফুটবলারদের। তবে রেফারিং নিয়ে খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি কারুর পক্ষে। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় দুই শিবিরকেই।

পূর্বে বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেছিলেন, আমরা দুবার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছি। এটা যথেষ্ট স্বস্তিজনক। সেইসাথে দলের ফুটবলারদের ও আত্মবিশ্বাস বাড়াবে‌।‌ তবে ভারতীয় ফুটবলের মান উন্নত করতে হলে রেফারিং ও যথেষ্ট উন্নত করতে হবে। আমরা দেখেছি রেফারি একাধিক সময় ভুলভ্রান্তিকর সিদ্ধান্ত জানিয়েছেন। যখন খুশি কার্ড ও দেখানো হয়েছে। সেইসাথে পেনাল্টির সিদ্ধান্ত ও ছিল একেবারে হাস্যকর। তাই রেফারিংয়ের মান উন্নয়ন প্রয়োজন। ঠিক একই সুর শোনা গিয়েছিল বাগান কোচ হাবাসের গলার। এবার এই নিয়ে মুখ খুললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

তিনি বলেন, রেফারিংয়ের মান নিয়ে যত কম কথা বলা হবে ততই ভালো। গত কয়েকদিন আগেই এই ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবুও সবকিছু মাথায় রেখে তাকেই ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচের দায়িত্ব দেওয়া হল। তারপর সেই বিতর্কিত সিদ্ধান্ত থাকল গোটা ম্যাচ জুড়ে। যারফলে, দুই পক্ষের তরফ থেকে অভিযোগ এসেছে। অর্থাৎ তার রেফারিংয়ের মান নিয়ে ও সংশয় থেকেই যায়। তাই আমার মনে হয় এবার ভাবনা চিন্তা করার সময় এসেছে। এমন রেফারিদের গোটা টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া উচিত। পাশাপাশি রেফারিংয়ের মান উন্নয়ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।