কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, চালু বিশেষ ‘স্মার্ট কার্ড’

কলকাতা: নয়া উদ্যোগ কলকাতা পুলিশের৷ চালু করা হল বিশেষ এক ধরনের স্মার্ট কার্ড৷ এই কার্ডে মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা৷ কলকাতা পুলিশের এই উদ্যোগ প্রকাশ্যে আসতেই সাধুবাদ…

কলকাতা: নয়া উদ্যোগ কলকাতা পুলিশের৷ চালু করা হল বিশেষ এক ধরনের স্মার্ট কার্ড৷ এই কার্ডে মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা৷ কলকাতা পুলিশের এই উদ্যোগ প্রকাশ্যে আসতেই সাধুবাদ জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা৷ সেই সঙ্গে শহরবাসীও ধন্যবাদ জানিয়েছে৷ কারা পাবেন এই স্মার্ট কার্ডের সুবিধা?

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কার্ডের সুযোগ-সুবিধা পাবেন তিলোত্তমার প্রবীণ নাগরিকরা৷ এই স্মার্ট কার্ডের সাহায্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁরা৷ একইসঙ্গে কিছু মেডিসিন চেইন থেকেও ওষুধ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা৷ সুবিধা মিলবে রক্ত পরীক্ষাসহ বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও৷

অনুষ্ঠান করে এই বিশেষ স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় প্রবীণ নাগরিকদের হাতে৷ উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারা সহ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা৷ অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও বলেন, ‘‘বয়স্কদের হাতে এই কার্ড তুলে দেওয়া হল৷ তাঁরা কীভাবে অগ্রাধিকার ভিত্তিতে ও ছাড়-সহ বিভিন্ন পরিষেবা পেতে পারেন তার জন্যই আমাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনেককেই হাসপাতালে গিয়ে অপেক্ষা করতে হয়৷ যেহেতু তাঁরা প্রবীণ তাই যাতে অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবা পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷’’