Mohun Bagan: ডার্বি মানেই হারবি, লাল-হলুদ নিয়ে কি বললেন বাগান সচিব?

গত শনিবার শেষ হয়েছে এবারের হিরো আইএসএল। যেখানে বেঙ্গালুরু ব্রিগেডকে পরাজিত করে ট্রফি ঘরে তুলেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)।

Debashis Dutta, Secretary of Mohun Bagan Football Club

গত শনিবার শেষ হয়েছে এবারের হিরো আইএসএল। যেখানে বেঙ্গালুরু ব্রিগেডকে পরাজিত করে ট্রফি ঘরে তুলেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। তবে এখনই শেষ হচ্ছে না ফুটবলের মরশুম। চলতি মাসের ১৪ তারিখ থেকেই শুরু হয়েছে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ। যেখানে শুরু থেকেই ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।

প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে যেমন জয় তুলে নিয়েছিল লাল-হলুদ শিবির। ঠিক তেমনভাবেই মহামেডান স্পোর্টিং ক্লাব কে বড় ব্যবধানে হয়েছিল সবুজ-মেরুন শিবির। তবে গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে মোহনবাগান পয়েন্ট ভাগাভাগি করলেও জয়ের ধারা বজায় রেখেছে বিনো জর্জের ছেলেরা। তাই ডার্বির আগে কিছুটা হলেও আত্মবিশ্বাসী তুহিন- হিমাংশুরা। কিন্তু অতীতের ফলাফলের দিকে তাকালে খুব একটা ভালো পরিস্থিতি নেই লাল-হলুদের।

   

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডার্বি নিয়েই মোহনবাগান সচিব বলেন, সমর্থকদের মুখে এখন একটাই কথা ডার্বি মানেই হারবি। এটা আমার মন্তব্য নয়। তবে পড়শী ক্লাবের সঙ্গে সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন আপনাদের মাধ্যমে ওদের একটা কথাই বলতে চাই, আগামী দিনের দলের কল্যাণের জন্য কী কী করণীয় তা ভাবার সময় এসেছে। শুনেছি ওরা জাঁকজমকপূর্ণ ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে, তবে এসবের পাশাপাশি খেলাধুলার দিকে ও নজর রাখতে হবে। কারন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলাধুলার জন্যই সর্বত্র পরিচিত। দেবাশিস দত্ত আরও বলেন, এবছর মোহনবাগান আইএসএল এনেছে। আমি আশা রাখি খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ও সাফল্য পাবে। ওরা আইলিগ পায়নি ঠিকই, আশা রাখি ওরা আইএসএল পাবে।

বলাবাহুল্য, বিগত কয়েক মরশুম ধরেই একেবারে ছন্দে নেই লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। আইএসএলে গত ৮ টি ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে টানা পরাজিত হয়েছে লাল-হলুদ শিবির। তাই আগামীকাল সবুজ-মেরুন কে হারাতে মরিয়া জুনিয়ররা।