Mohun Bagan: ‘রিমুভ এটিকে’ স্লোগানে চাপে দেবাশীষ দত্ত, গোয়েঙ্কার সঙ্গে বসতে পারেন বৈঠকে

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে দেবাশীষ বসু। বৃহষ্পতিবার সাংবাদিক সম্মেলন করেছিলেন। দেবাশীষের আগে এই পদে ছিলেন টুটু বসুর ছেলে সৃঞ্জয় বসু।…

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে দেবাশীষ বসু। বৃহষ্পতিবার সাংবাদিক সম্মেলন করেছিলেন। দেবাশীষের আগে এই পদে ছিলেন টুটু বসুর ছেলে সৃঞ্জয় বসু। চাপের মুখে পড়ে সরে গিয়েছিলেন তিনি। সেই চাপ এবার দেবাশীষের সামনে। 

মোহনবাগান নামের আগে অনেকেই ‘এটিকে’ পছন্দ হচ্ছে না । লাগাতার উঠছে ‘রিমুভ এটিকে’ স্লোগান। সমর্থকদের এই বিদ্রোহের চাপ হাড়ে হাড়ে টের পেয়েছিলেন সৃঞ্জয়। দেবাশীষের সামনেও এই একই চ্যালেঞ্জ।

এক ক্রীড়া সংবাদ মাধ্যমে দেবাশীষ দত্ত বলেছেন, ‘এটিকে মোহন বাগান নাম নির্ধারণের পিছনে রয়েছে বাণিজ্যিক সমঝোতা। মানুষের এটা বোঝা উচিৎ। গোটা প্রক্রিয়ায় KGSPL ফান্ডিং করেছে। তারা এই নাম রাখতে চেয়েছিল। ক্লাব হিসেবে এটিকে অবলুপ্ত।’

তিনি আরও জানিয়েছেন, ‘ মোহনবাগান ক্লাবের একজন সদস্য হিসেবে আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলে সমাধানের পথ বের করতে চাইবো।’