উত্তরপ্রদেশে সৃষ্টি হল ইতিহাস, দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে যোগী

উত্তরপ্রদেশ আরও একবার গেরুয়া বাহিনীর দখলে। আজ তাঁর শপথগ্রহণ। শুক্রবার লখনউয়ের একনা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ।…

Yogi Adityanath

উত্তরপ্রদেশ আরও একবার গেরুয়া বাহিনীর দখলে। আজ তাঁর শপথগ্রহণ। শুক্রবার লখনউয়ের একনা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

সূত্রের খবর, প্রায় ৮৫ হাজার লোক লখনউতে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। শপথগ্রহণের জন্য একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। পোস্টার লাগানো হয়েছে ‘নয়া ভারত কা নয়া ইউপি’। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ইতিহাস গড়বেন আদিত্যনাথ। কারণ এমন কৃতিত্ব তাঁর পূর্বসূরিরা কেউই অর্জন করতে পারেনি।

   

উত্তরপ্রদেশে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন যোগী আদিত্যনাথ। গত ৫ বছর ধরে তিনি রাজ্যের হাল ধরে রেখেছেন। এ বছর বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারের সময় বিজেপির সেই সবই হাতিয়ার করে প্রচার চালায়। উত্তরপ্রদেশ নির্বাচনের নির্বাচনী প্রচারের সময়, প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের প্রশংসা করেছিলেন। তাঁর স্লোগান – “ইউপি প্লাস যোগী বহুত হ্যায় উপযোগী” বেশ জনপ্রিয় হয়েছিল।

এ বছর যোগী আদিত্যনাথ বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে গোরক্ষপুর আসন জেতেন। উত্তরপ্রদেশে লাগাতার জয়ের মাধ্যমে অন্য রেকর্ড গড়েছে বিজেপি। ৩৭ বছর পর পরপর নির্বাচনে এই প্রথম কোনো দল ক্ষমতায় ফিরেছে।