আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে বিতর্কের ঝড় চলছে সমানে। আনোয়ার আগামী মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) হয়ে খেলবেন নাকি অন্য কোনও দলের হয়ে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তারকা ডিফেন্ডারকে নিয়ে বিতর্ক যখন অবিরাম, তখন বড় ঘোষণা করল মোহনবাগান।
ইয়ামালকে নিয়ে অনেক আলোচনা, বাংলার সৌরেন্দ্রর করা এই গোল কি দেখেছেন?
সিনিয়র দলের অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার কিছুটা দেরিতে শুরু হচ্ছে বাগানের সিনিয়র দলের অনুশীলন। কলকাতা ফুটবল লিগের জন্য রিজার্ভ দলের প্র্যাকটিস অনেক দিন আগেই শুরু করে দিয়েছিল ক্লাব। সিনিয়র দলের ফুটবলারদের অপেক্ষায় রয়েছেন সবুজ মেরুন সমর্থকরা।
প্রথম দলের ফুটবলারদের নিয়ে কবে শুরু হচ্ছে, এ ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টার মাধ্যমে ক্লাব জানিয়েছে, আগামী ২৯ জুলাই থেকে প্রথম টিমের অনুশীলন শুরু হবে। প্রথম দলের অনুশীলন শুরু করার জন্য মোহনবাগান দিবসকে বেছে নিয়েছে সবুজ মেরুন শিবির।
Your favourite Mariners will be back soon 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/9pHC7MuJP7
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 16, 2024
বদলে গেল East Bengal ম্যাচের ভেন্যু
তার আগে ১৯ জুলাই দলের অনুশীলনের দিকে চোখ রাখবেন মোহনবাগান সমর্থকরা। ওই দিন আনোয়ার আলিকে অনুশীলনে যোগ দেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছিল। আনোয়ার উক্ত দিনে ক্লাবের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেন কি না সে দিকে নজর থাকবে ভারতীয় ফুটবল প্রেমীদের।