Punjab FC: সবুজ-মেরুনের এই মিডফিল্ডারের দিকে নজর পাঞ্জাবের

নতুন মরসুমের কথা মাথায় দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে আইএসএলের প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশিদের সই করিয়ে ইতি মধ্যেই চমক দিয়েছে…

Punjab FC Eyeing Mohun Bagan Midfielder Deepak Tangri

নতুন মরসুমের কথা মাথায় দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে আইএসএলের প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশিদের সই করিয়ে ইতি মধ্যেই চমক দিয়েছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস। এছাড়াও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে মুম্বাই সিটি এফসি। তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই পাঞ্জাব এফসি (Punjab FC)।

   

নয়া কোচের নির্দেশ মেনে একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে নজর রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টসের দেশীয় মিডফিল্ডার দীপক টাংড়ির দিকে। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত সবুজ-মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ এই তারকা। কিন্তু বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে পেতে চাইছে প্যানাজিওটিস ডিলমপেরিসের ফুটবল ক্লাব।

সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে, আসন্ন ফুটবল মরসুমে পাঞ্জাবের জার্সিতে দেখা যেতে পারে দীপক টাংড়িকে। বর্তমানে ক্রমশ জোড়ালো হচ্ছে সেই সম্ভাবনা। গত মরসুমে সবুজ-মেরুন জার্সিতে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় মিডফিল্ডার। দলের হয়ে করেছেন দুইটি গোল। পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ও যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।

সব কিছু খতিয়ে দেখেই তাঁকে নিতে চাইছে আইএসএলের এই দল। তা সত্যি হলে, দীপক টাংড়ির মতো ফুটবলারের উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে পাঞ্জাব এফসির মাঝমাঠ।