Mohun Bagan: নতুন কোচ নিয়োগ মোহনবাগানে

নতুন প্রশিক্ষক নিয়োগ করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) । হুয়ান ফেরান্ডোর সংসারে যোগ দিচ্ছেন নতুন সদস্য। বিদায় নিচ্ছেন হাভিয়ের পিন্দাদো।

Martin Ruiz Goalkeeper Coach

নতুন প্রশিক্ষক নিয়োগ করল মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) । হুয়ান ফেরান্ডোর সংসারে যোগ দিচ্ছেন নতুন সদস্য। বিদায় নিচ্ছেন হাভিয়ের পিন্দাদো। মরসুম শুরু হওয়ার আগে মোহন বাগান সুপার জায়ান্টে গোলকিপারদের হেড কোচ নিয়ে কিছু সমস্যার কথা শোনা গিয়েছিল। সবুজ মেরুন শিবিরকে বিদায় জানিয়েছেন হাভিয়ের পিন্দাদো। তার জায়গায় নতুন কেউ আসবেন কি না সে ব্যাপারে প্রশ্ন ছিল সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। সোমবার এই প্রশ্নের উত্তর পাওয়া গেল।

সম্প্রতিতম পাওয়া খবর অনুযায়ী, মোহন বাগান সুপার জায়ান্টের প্রধান গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মার্টিন রুইজ। বাগানের সঙ্গে তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সমস্ত আলোচনা চূড়ান্ত বলেই জানা গিয়েছে। মার্টিন এশিয়ান ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ভারতেও কোচিং করিয়েছেন এর আগে।

পঞ্চাশ বছর বয়সী স্প্যানিশ গোলকিপার কোচ মার্টিন রুইজ ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এর আগে। মুম্বই সিটি এফসি, দিল্লি ডায়নামোসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। মুম্বই সিটি এফসিতে কোচিং করিয়েছেন ২০১৫-১৬ মরসুমে, প্রায় ১৪ টি ম্যাচে দায়িত্বে বহাল ছিলেন তিনি।

দিল্লির ক্লাবের হয়ে দায়িত্বে ছিলেন প্রায় কুড়িটি ম্যাচের জন্য। সম্প্রতি সময়ে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচের পদে ছিলেন মার্টিন রুইজ। তিরিশের কাছাকাছি ম্যাচে দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ প্রশিক্ষক।