ইন্টার কাশির অনুশীলনে পঞ্জাব এফসির এই তরুণ ফুটবলার

আগের বেশকিছু মাস ধরেই ট্রান্সফার মার্কেটে যথেষ্ট হইচই ফেলে দিয়েছে ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব।

Tejas Krishna

আগের বেশকিছু মাস ধরেই ট্রান্সফার মার্কেটে যথেষ্ট হইচই ফেলে দিয়েছে ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। আসন্ন আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে বারাণসীর এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব।

দেশের কিছু ফুটবলপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার বড় টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরার মতো তিনটি ইউরোপীয় ফুটবল ক্লাব। বর্তমান সময়ে দাঁড়িয়ে আইলিগ শক্তিশালী দল নামিয়ে প্রতিপক্ষের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের।

তাই সমস্ত কিছু মাথায় রেখেই বহু দেশি ও বিদেশি তারকা ফুটবলারদের দলে টেনেছে এই ফুটবল ক্লাব। কয়েকমাস আগেই হিরো আইএসএল খেলা ব্রিটিশ তারকা ফুটবলার পিটার হার্টলিকে সাইন করিয়েছে এই নতুন দল। সেজন্য, আগত ফুটবল মরশুমে এই দলের জার্সিতে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের এই দাপুটে ফুটবলারকে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল দলবদলের বাজারে।

তবে শুধু বিদেশি ফুটবলার নয়, এবার এই নয়া দল তথা ইন্টার কাশির জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় তারকা সেহনাজ সিংকে। গত আইএসএল মরশুমে জন আব্রাহামের দলের হয়ে খেলতে দেখা গেলেও এবার আইলিগ খেলবেন এই তরুণ। অর্থাৎ বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশিয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট দক্ষতা দেখিয়েছে ম্যানেজমেন্ট।

তবে এবার যেন এক নয়া ছবি ধরা পড়ল বারানসীর এই ফুটবল ক্লাবে। অন্যান্য দিনের মতো আজও দলের সাথে অনুশীলন করে ইন্টার কাশির ফুটবলাররা। তবে এবার সেখানেই ধরা দিলেন দেশের তরুণ ডিফেন্ডার তেজস কৃষ্ণা। হ্যাঁ ঠিক শুনেছেন। উল্লেখ্য, আইএসএলের অন্যতম ক্লাব কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর এবারের এই নয়া মরশুমের শুরুতে পাঞ্জাবি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এই প্রতিভাবান।

যতদূর জানা গিয়েছে, প্রায় তিনটি মরশুমের জন্য পাঞ্জাবের সঙ্গে চুক্তি হয়েছে তেজসের। তাহলে হঠাৎ কেন ইন্টার কাশির অনুশীলন দেখা গেল তাকে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন পাঞ্জাব এফসি থেকে হয়ত লোনের মাধ্যমে ইন্টার কাশিতে খেলতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি তেমন কিছু।