Super Cup: কবে থেকে সুপার কাপের অনুশীলনে নামছে মোহনবাগান?

মাত্র আর কয়েকটা দিন। তারপর থেকেই ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup)। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে খেলতে আসছে মোট…

Mohun Bagan

মাত্র আর কয়েকটা দিন। তারপর থেকেই ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup)। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে খেলতে আসছে মোট ১৬ টি দল। যা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। তবে সপ্তাহ কয়েক আগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে জারি করা হয়েছিল বিশেষ বিবৃতি। যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটি ফুটবল দল নিজেদের প্রথম একাদশে মোট ছয়জন করে বিদেশী ফুটবলার খেলাতে সক্ষম থাকবে। সেইমতো করানো যাবে রেজিস্ট্রেশন। তবে এক্ষেত্রে ও থাকছে বিশেষ শর্ত। সেক্ষেত্রে দলের একাদশে থাকা ফুটবল বিদেশীদের মধ্যে একজনকে অন্তত হতে হবে এশিয়ান কোটার ফুটবলার। যা বর্তমানে যথেষ্ট স্বাভাবিক।

আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত? 

টুর্নামেন্টের এই সূচী অনুযায়ী এবার গ্রুপ “এ” তে স্থান পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। এছাড়াও সেই তালিকায় আছে হিতেশ শর্মার হায়দরাবাদ এফসি। সেইসাথে কোয়ালিফাইং রাউন্ড থেকে সুযোগ পাবে একটি দল। এক্ষেত্রে যোগ্যতা অর্জনকারী দলগুলির দিকে নজর থাকবে সকলের। কারা আদতে কোন বিভাগে গিয়ে পৌঁছায় এখন সেটাই দেখার।

তবে যতদূর চূড়ান্ত করা হয়েছে সেই অনুযায়ী আগামী ৯ই জানুয়ারি থেকে নিজেদের সুপার কাপ অভিযান শুরু করবে ময়দানের দুই প্রধান ফুটবল দল। তবে প্রথমে গ্রুপের অন্যান্য দুই দলের মুখোমুখি হতে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে। তারপর ১৯ জানুয়ারি বহু প্রতিক্ষিত কলকাতা ডার্বি। যেদিকে নজর রয়েছে সকলের।

যতদূর জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের অনুশীলন শুরু করবে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। তারপর সপ্তাহ খানেক পর নিজেদের প্রথম ম্যাচ বুমোসদের। আসলে, ওডিশার মাঠে নিজেদের দলের ফুটবলারদের ভালো মতো দেখে নিতে চান স্প্যানিশ কোচ। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও নিজেদের সমস্ত ভুলত্রুটি শুধরে সুপার কাপ শুরু করতে চান বাগানের হেডস্যার।