এবারের মতো শেষ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সিনিয়র দলের মরসুম। আরএফডিএল-এও শেষ হয়েছে যাত্রা। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার আপাতত ছুটিতে রয়েছেন। কী করছেন মোহনবাগান সুপার জায়ান্টের ওয়ান্ডার কিড সুহেল আহমেদ ভাট (Suhail Ahmed Bhat)? সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের আপডেট দিয়েছেন তিনি।
Mohun Bagan: মোহনবাগানে জয় গুপ্তা? কাটছে না অনিশ্চয়তা
মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম আবিষ্কার সুহেল আহমেদ ভাট। ঘরোয়া প্রতিযোগিতায় পরপর ম্যাচ গোল করে উঠে এসেছিলেন খবরের শিরোনামে। যুব দল থেকে মোহনবাগানের সিনিয়র দলে জায়গা করে নিতে বেশি সময় নেননি সুহেল। মরসুম শেষে এখন তিনি বাড়ি ফিরেছেন। সময় কাটাচ্ছেন নিজের মতো। পেহেলগাঁওয়ের বৃষ্টি ভেজা আবহাওয়া, খরস্রোতা নদীর ধারে ছুটি কাটাচ্ছেন সুহেল।
Mohun Bagan: এক সময়ে মোহনবাগানের নজরে থাকা ফুটবলার খেলবে বুন্দেশলিগা!
কাশ্মীরের যুবক সুহেল আহমেদ ভাটকে কেন্দ্র করে উন্মাদনা ছিল চরমে। কলকাতা ফুটবল লিগের ম্যাচে দুরন্ত ফর্মে করেছিলেন তিনি। এরপর ডুরান্ড কাপের ম্যাচেও সবুজ মেরুনের লিস্টন কোলাসো, মনভীর সিংহদের মতো দলের সিনিয়দের সঙ্গে খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন আরও একবার। মরসুমের মাঝামাঝি সময়ে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল মাঠের বাইরে। সুষ্ঠ হয়ে আবার ফিরেছিলেন মাঠে, করেছিলেন গোল।
East Bengal: কুয়াদ্রত আসার পর ইস্টবেঙ্গলে বেড়েছে গোপনীয়তা?
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একাধিক স্টোরি দিয়েছিলেন সুহেল আহমেদ ভাট। শেয়ার করেছিলেন বেশ কিছু ভিডিও। সেখানেই দেখা গিয়েছে বাগানের সুহেল রয়েছেন এক নৈসর্গিক পরিবেশের মধ্যে। তপ্ত কলকাতার বদলে তিনি এখন রয়েছেন পাহাড়ের শীতলতায়। টিপটিপ বৃষ্টি উপভোগ করছেন। আর দ্রুতগামী নদীর ধারে করছেন বারবিকিউ চিকেন।