Mohun Bagan: এক সময়ে মোহনবাগানের নজরে থাকা ফুটবলার খেলবে বুন্দেশলিগা!

দীর্ঘ ১৩ বছর পর বুন্দেশলিগায় জায়গা নিশ্চিত করল সেন্ট পাউলি। দ্বিতীয় ডিভিশন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্লাব। সেন্ট পাউলির এক ফুটবলার গত মরসুমে মোহনবাগানের (Mohun…

mohun bagan connor metcalfe

দীর্ঘ ১৩ বছর পর বুন্দেশলিগায় জায়গা নিশ্চিত করল সেন্ট পাউলি। দ্বিতীয় ডিভিশন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্লাব। সেন্ট পাউলির এক ফুটবলার গত মরসুমে মোহনবাগানের (Mohun Bagan) উইশ লিস্টে ছিল বলে জল্পনা চলেছিল।

গত বছর মরসুম শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার কনর মেটকাফে-কে নিয়ে জল্পনা চলেছিল খুব। সবুজ মেরুন ম্যানেজমেন্ট তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী ছিল বলে মনে করা হচ্ছি। কনর শেষ পর্যন্ত ভারতে আসেননি। জার্মানি ফুটবলারের সঙ্গে যুক্ত রইলেন।

   

East Bengal: কুয়াদ্রত আসার পর ইস্টবেঙ্গলে বেড়েছে গোপনীয়তা?

২৪ বছর বয়সী কনর মেটকাফে হয়তো নিজের সেরা সময়ের দিকে রয়েছেন। ২০২২ থেকে জার্মানি ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন।. ২০২২-২৩ মরসুমে সেন্ট পাউলি ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন প্রায় তিরিশটি ম্যাচে। মাঝমাঠে খেললেও কয়েকটি গোল করেছিলেন তিনি।

East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন

এবারের মরসুমেও সেন্ট পাউলির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা এই মিডফিল্ডার। গতকাল বুন্দেশলিগা টু-এ ৩-১ ব্যবধানে জিতেছে সেন্ট পাউলি। এই ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন কনর মেটকাফে। খেলেছেন পুরো নব্বই মিনিট। নিজে গোল না করলেও মাঝমাঠে নিজের দায়িত্ব পালন করেছেন কোচের কথা মতো। রবিবার এই ম্যাচ জিতেই ১৩ বছরের অপেক্ষার অবসান হয়েছেন সেন্ট পাউলি ক্লাবের সমর্থকদের। জার্মানির সেরা ফুটবল লিগে আবার খেলবে তাদের প্রিয় দল।