Mohun Bagan: মোহনবাগানে জয় গুপ্তা? কাটছে না অনিশ্চয়তা

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) কি আসছেন জয় গুপ্তা (Jay Gupta)? এই প্রশ্নের এখনও কোনও উত্তর নেই। নানা মুনির নানা মত। জোর দিয়ে বলা যাচ্ছে…

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) কি আসছেন জয় গুপ্তা (Jay Gupta)? এই প্রশ্নের এখনও কোনও উত্তর নেই। নানা মুনির নানা মত। জোর দিয়ে বলা যাচ্ছে না আগামী মরসুমে জয় গুপ্তা মোহনবাগানের হয়ে খেলবেন কি না।

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম আলোচিত এই ফুটবলার এ বছর শেষ হওয়ার মরসুমে নজর কেড়েছেন। এফসি গোয়ার হয়ে ধারবাহিকভাবে খেলেছেন তিনি। ২০২৩-২৪ মরসুমে তিনি তাঁর বহুমুখী প্রতিভা এবং গতি নির্ভর ফুটবলের সাহায্যে ফুটবল অনুরাগীদের মনে দাগ কাটতে পেরেছেন।

   

Mohun Bagan: এক সময়ে মোহনবাগানের নজরে থাকা ফুটবলার খেলবে বুন্দেশলিগা!

বড় বাজেটের দল গড়ার জন্য পরিচিত মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন মরসুমের জন্যও সঞ্জীব গোয়েঙ্কা ভাল অংকের বাজেট রেখেছেন বলে আশা করা হচ্ছে। সবুজ মেরুন জার্সিতে তারকা সমাগম। আগামী দিনের একাধিক সম্ভাব্য তারকাও রয়েছে স্কোয়াডে। সেই সূত্র ধরে অনেকে দাবি করছেন জয়কে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিপরীত মতামতও রয়েছে। কারো মতে, এই ভারতীয় ডিফেন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে বাগানের আপাতত কোনও পরিকল্পনা।

East Bengal: মরসুম শেষ হলেও ছুটি নেই হিজাজি মাহেরের, নিজে দিলেন আপডেট

জয় গুপ্তার পারফরম্যান্স বা পরিসংখ্যান বেশ চোখে পড়ার মতো। প্রতিপক্ষের আক্রমণ রোধ করার মাঠে অক্লান্ত পরিশ্রম করেন তিনি। রক্ষণের পাশাপাশি আক্রমণভাগে সাহায্য করার ক্ষমতা তাঁর রয়েছে। নিজের নামের পাশে যুক্ত করেছেন একাধিক গোল।

২২ বছর বয়সী এই ফুল ব্যাক এফসি গোয়ার রক্ষণ মজবুত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের নয়টি ক্লিন শিটে অবদান রেখেছেন।পরিসংখ্যান অনুযায়ী, ৪১ টি সফল ট্যাকলস, ১৯ টি ইন্টারসেপশন, ৮ টি ব্লক এবং ৩৩ টি ক্লিয়ারেন্স করেছেন সফলভাবে। পাশাপাশি বেশ কিছু ডুয়েল জিতেছেন তিনি। আক্রমণভাগে গুপ্তার জোড়া গোল, তিনটি অ্যাসিস্ট এবং ৩০টি গোলের সুযোগ তৈরি করার নজির রয়েছে।