রাতেই একটা সুখবর এসেছিল। প্লে অফের জন্য কোয়ালিফাই করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। রবিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গলকে (Mohun Bagan vs East Bengal) হারিয়ে মেজাজ আরও ফুরফুরে করে নিতে চাইবেন বাগান ফুটবলাররা। আজই ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার শীর্ষে চলে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
শনিবার সন্ধ্যায় চেন্নাইন এফসিকে হারিয়ে চলতি আইএসএল মরসুমের প্রথম জয় অর্জন করেছিল হায়দরাবাদ এফসি। এরপরেই অংকের বিচারে প্লে অফের যোগ্যতা অর্জন করে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বাগানের সামনে লক্ষ্য এখন আরও বড়। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস যেমন বলে থাকেন, ‘ধাপে ধাপে এগোতে চাই।’ তেমনই সবুজ মেরুন তরী এগোচ্ছে ধাপে ধাপে।
পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাব। এবার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ। শীর্ষে জায়গা ধরে রাখতে পারলে লিগ শিল্ড জয়ের সুযোগ। আপাতত শিল্ডকেই পাখির চোখ করেছে সবুজ মেরুন ব্রিগেড।
আইএসএলের বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী, ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার আগে রয়েছে মুম্বাই সিটি এফসি, গোল পার্থক্য +১৪। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওড়িশা এফসি, গোল পার্থক্য +১৪। তিন নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৩, গোল পার্থক্য +১৩। আজকের ম্যাচ জিততে পারলে বাগানের পয়েন্ট হবে ৩৬। এক গোলের পার্থক্য ইস্টবেঙ্গল এফসিকে হারালে দ্বিতীয় স্থানে উঠবে মোহনবাগান। দুই গোলে ডার্বি জিতলে পয়েন্ট ক্রম তালিকার মগডালে চলে যাবে মোহনবাগান।