আজ রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে। এদিন সকাল থেকেই ট্রেনে, বাসে, নৌকায় করে ব্রিগেডমুখী হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। লোকসভা ভোটের আগে এই ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করে সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে সকলের। এদিকে এই সভা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “২০১৯ সালের নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সব দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ব্রিগেডে মহা সমাবেশ করেছিলেন। কিন্তু অনেক দল ও অনেক নেতা সংসদে পৌঁছাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ১২টি আসন হারিয়েছেন। এবারও তাই হবে। বেশ কয়েকটি দল আতঙ্কে রয়েছে, এবং বেশ কয়েকটি লোকসভা সাংসদ রাজ্যসভায় চলে যাচ্ছেন। সবাই মোদীর মুখোমুখি হওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখা যাক মানুষ তাঁদের প্রতি কী সুবিচার করেন।”
শেখ শাহজাহান প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস এখনও শাহজাহানকে রক্ষার চেষ্টা করছে। তাঁকে সিবিআই থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা চলছে। তবে আদালতের কার্যক্রম চলবে এবং তদন্ত চলছে। আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে আসবে।”
#WATCH | West Bengal | BJP MP Dilip Ghosh says, “…Before the last elections as well Mamata Banerjee had invited all parties of the country and held a mega rally…But a lot of parties and several leaders couldn’t reach the Parliament. Mamata Banerjee suffered a loss of 12… pic.twitter.com/hBhLSRs02r
— ANI (@ANI) March 10, 2024