ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্টকে গ্রেফতার করল ED

লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার ইডি (ED)-র জালে ধরা পড়ল বড় রাঘববোয়াল। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদব (Subhash Yadav)-কে গ্রেফতার…

লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার ইডি (ED)-র জালে ধরা পড়ল বড় রাঘববোয়াল। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদব (Subhash Yadav)-কে গ্রেফতার করল ইডি। শনিবার দিনভর সুভাষ যাদবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। এরপর সুভাষ যাদবকে গ্রেফতার করে ইডি।

বালি ব্যবসা ও মানি লন্ডারিং মামলায় পাওয়া অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ব্যবস্থা নিয়েছে। শনিবার সকালে বালি ব্যবসায়ী সুভাষ যাদবের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাটনা-সহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়। সুভাষ যাদব আরজেডি নেতা এবং সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত। বালি সংক্রান্ত বেআইনি ব্যবসা ও আর্থিক তছরুপের মামলায় সুভাষ যাদবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনভর তল্লাশির পর গভীর রাতে সুভাষ যাদবকে গ্রেফতার করে ইডি।

সুভাষ যাদবকে গ্রেফতারের পর ইডি দল তাকে পাটনার বেউর জেলে নিয়ে গেছে। শনিবার সকাল থেকেই সুভাষ যাদবের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। সুভাষ যাদবের গোপন আস্তানা থেকে নগদ প্রায় দু’কোটি টাকা উদ্ধার করেছে ইডি। বিপুল পরিমাণ বিনিয়োগ ও জমি সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়েছে।