Jammu Kashmir: চলছে এনকাউন্টার, জঙ্গিদের ঘিরে রেখেছে সেনা

আবারও অশান্ত হয়ে উঠল কাশ্মীর। জানা গিয়েছে, শনিবার সোপিয়ানের হেফ শিরমালে শুরু হয়েছে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার। সূত্রের খবর, ওই এলাকায় ২-৩ জন…

Encounter ,  terrorists,security forces, Sidhra, Jammu ,Kashmir, Jammu and Kashmir

আবারও অশান্ত হয়ে উঠল কাশ্মীর। জানা গিয়েছে, শনিবার সোপিয়ানের হেফ শিরমালে শুরু হয়েছে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার। সূত্রের খবর, ওই এলাকায় ২-৩ জন জঙ্গিকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

এদিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযানে ওই এলাকায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এরপর জঙ্গিদের গুলি চালানোর পর এনকাউন্টার শুরু হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে এনকাউন্টার চলছে এবং উভয় পক্ষের কাছ থেকে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ১১টি প্রশিক্ষণ শিবিরে আরও প্রায় ৫০০ থেকে ৭০০ জন জঙ্গির প্রশিক্ষণ চলছে। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী ক্রমাগত জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েছে।

 

সেনাবাহিনী জানিয়েছে যে এই বছর নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কোনও অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।