Mohun Bagan: মোলিনা জমানায় গুরুত্ব পেতে পারেন ভারতীয়রা

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) শুরু হয়েছে হোসে মোলিনা জমানা (Jose Molina)। দল গঠনের কাজ চলছে। রক্ষণভাগে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন নতুন দুই বিদেশি ফুটবলার। আক্ৰমণভাগও…

Mohun Bagan coach Jose Molina may prefer Indian midfielders

মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) শুরু হয়েছে হোসে মোলিনা জমানা (Jose Molina)। দল গঠনের কাজ চলছে। রক্ষণভাগে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন নতুন দুই বিদেশি ফুটবলার। আক্ৰমণভাগও প্রায় নিশ্চিত। বাকি রইল মাঝমাঠে। জনি কাউকোকে বিদায় জানানো হয়েছে। অনিশ্চিত হুগো বুমোস। মাঝমাঠে কোন বিদেশি ফুটবলারকে মোহনবাগান চূড়ান্ত করবে সেটা এখনও জানা যায়নি।

Mohammedan SC: ৪ ম্যাচে ৩ গোল হয়ে গেল ইসরাফিলের

   

জল্পনায় একাধিক নাম রয়েছে। সবুজ মেরুন স্কোয়াডে রয়েছে একাধিক তারকা ভারতীয় মিডফিল্ডার। ফর্মে থাকলে তাঁদের প্রত্যেকেই প্রথম একাদশে থাকার দাবিদার। নাহলে পরিবর্ত ফুটবলার। সেক্ষেত্রে হেড মাঝমাঠে খেলা তৈরি করার ক্ষেত্রে কোচ হোসে মোলিনার ভরসার পাত্র হয়ে উঠতে পারেন ভারতীয় ফুটবলাররাই। অ্যাটাকিং ও ডিফেন্সিভ, দুই ধরণের মানসিকতার ফুটবলার রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দলে।

দলের প্লাস পয়েন্ট একাধিক ইউটিলিটি ফুটবলার। যেমন সাহাল আব্দুল সামাদ ও আপুইয়া। এই দুই ফুটবলার অ্যাটাকিং, ডিফেন্সিভ দুই ভূমিকাতেই খেলতে পারেন। সব বিশেষে কাজে লাগানো যেতে পারে অভিষেক সূর্যবংশীকে। অনিরুধ থাপা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। দীপক টাংরিও তাই। প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারেন তিনি।

ইয়ামালের গোল দেখে কার্যত বাকরুদ্ধ Mbappe

মোলিনা মাঝমাঠে জমাটি ফুটবল খেলাতে পছন্দ করেন। মাঝমাঠে অতিরিক্ত ফুটবলার রেখেও দল সাজাতে পারেন স্প্যানিশ প্রশিক্ষক। ফুবটলারদের পাসিং স্কিলের দিকে চোখ রাখতে পারেন। আসন্ন ডুরান্ড কাপে বেশিরভাগ ভারতীয় ফুটবলারকে পরখ করে নেওয়ার কথা ভাবতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। ডুরান্ডে দল ভাল ফলাফল করলে মোলিনার গুড বুকে উঠে যেতে পারে একাধিক ভারতীয় ফুটবলারের নাম।