রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল, বিস্ফোরক দাবি সুকান্তের

উপনির্বাচনে শাসকদলকে ভোট দেওয়ার জন্য সাধারন মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল (TMC)। বুধবার সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষা্তকারে এমনটাই জানালেন রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta…

সুকান্ত মজুমদার

উপনির্বাচনে শাসকদলকে ভোট দেওয়ার জন্য সাধারন মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল (TMC)। বুধবার সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষা্তকারে এমনটাই জানালেন রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumda)। এদিন রাজ্যে ভোট চলাকালীন তৃণমূল কর্মীরা সাধারন ভোটারদের ভয় দেখাচ্ছে। 

রাস্তার চার মাথা মোড়ে দাঁড়িয়ে রয়েছে শাসকদলের আশ্রিত দূষ্কৃতীরা। কারণ তারা জানে মানুষকে ভয় না দেখালে জিততে পারবে না তৃণমূল (TMC)। এমনটাই দাবি করেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি। পাশাপাশি তিনি আরও বলেন “মঙ্গলবার সকাল থেকেই ভোটের হার অনেকটাই কম। তবে আমার বিশ্বাস মানুষ বেরিয়ে এসে ভোট দেবে।”

   

 

বুধবার রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন চলছে (West Bengal By election 2024)। উত্তর ২৪ পরগনার বাগদা, নদীয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে, উত্তর কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে। এদিন সকাল থেকেই এই চারটি আসনেই বিক্ষিপ্তভাবে হিংসার ঘটনা সামনে আসতে থাকে। কোথাও ছাপ্পা ভোট,আবার কোনও শাসক-বিরোধী সংঘাতের খবর আসে।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাদের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী নেতারা। অন্যদিকে, বাগদা কেন্দ্রে তৃণমূল সাংসদের সরকারি গাড়িতে উপনির্বাচনে শাসক দলের প্রার্থীর এলাকা পরিদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য। মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নদীয়ার পায়রাডাঙা এলাকা। তৃণমূল আশ্রিত দূষ্কৃতিদের হামলায় বিজেপি কর্মীদের পরিবার আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তোলে রাজ্যের বিরোধীরা।