৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন পার্থ: CBI

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল CBI, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়ম না…

partha chatterjee

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল CBI, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়ম না মেনে ৪০০ জন অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে।

শুক্রবার আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের তরফে দাবি করা হয়, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ৪০০ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। বেশ কয়েকজন আধিকারিক যুক্ত রয়েছেন দুর্নীতির সঙ্গে। তাই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছে সিবিআই।

আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের যুক্তি, সিবিআই ও ইডির ষড়যন্ত্রের কারণে তাঁকে দীর্ঘ সময় ধরে জেলবন্দি রাখা হচ্ছে। তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর ভূমিকা কী ছিল সেটা খতিয়ে দেখা হোক। এই কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত নয় বলেও দাবি করছেন।

সিবিআই সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে শেষ অনুমোদন মিলত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে। তাই দুই জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।