Mohammedan SC: ৪ ম্যাচে ৩ গোল হয়ে গেল ইসরাফিলের

গত মরসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন ডেভিড। এবার তিনি স্কোয়াডে নেই। নতুন স্ট্রাইকারের সন্ধানে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। চলতি কলকাতা ফুটবল লিগে একাধিক…

mohammedan-sc footballer Israfil Dewan three goals in four matches

গত মরসুমে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন ডেভিড। এবার তিনি স্কোয়াডে নেই। নতুন স্ট্রাইকারের সন্ধানে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। চলতি কলকাতা ফুটবল লিগে একাধিক তরুণ ফুটবলারকে ফুটবলারকে সুযোগ দিচ্ছে ক্লাব। নিয়মিত খেলাচ্ছে ম্যাচে। মহামেডানের রিক্রুট করা অন্যতম প্রতিশ্রুতিবান ফুটবলার ইসরাফিল দেওয়ান (Israfil Dewan)।

ইয়ামালের গোল দেখে কার্যত বাকরুদ্ধ Mbappe

   

ভগবতীপুরের এই ছেলেটি কলকাতা ফুটবল লিগের ম্যাচে খেলছেন ধারাবাহিকভাবে। প্রথম দুই ম্যাচে গোল করতে পারেননি। পরের দুই ম্যাচে করেছেন তিন গোল। সব মিলিয়ে চার ম্যাচে তিন গোল করেছেন ইসরাফিল। সিএফএল ২০২৪-এ মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ পড়েছিল উয়াড়ির বিরুদ্ধে। মহামেডান জিতেছিল ৬-০ গোলে। সজল বাগ এই ম্যাচ নজর কেড়েছিলেন। ইসরাফিল ভাল খেলেছিলেন, কিন্তু গোল পাননি।

গোল না পেলেও ক্লাব কর্তারা ভরসা রেখেছিলেন তাঁর ওপর। নিরাশ করেছিলেন খিদিরপুরের বিরুদ্ধে। এই ম্যাচে ইসরাফিলকে সেই অর্থে সপ্রতিভ দেখায়নি। পরের ম্যাচে পেলেন গোল। কালীঘাট এমএস-এর বিরুদ্ধে পরাজিত হলেও গোল করেছিলেন। বেড়েছিল মনোবল। মঙ্গলবারের ম্যাচে জোড়া গোল করলেন ইসরাফিল দেওয়ান। প্রথমার্ধ্বেই করেন দু’টি গোল। গোল করার আরও সুযোগ এসেছিল। সুযোগের সদ্বব্যবহার করতে পারলে নিজের নামের পাশে তিনটি গোল তুলে নিতে পারেন।

Argentina vs Canada: অনেকগুলো রেকর্ড গড়ে ফাইনালে আর্জেন্টিনা

লিগের এখনও অনেক ম্যাচ। আগামী দিনে সাদা কালো জার্সি পরে আরও ভাল ম্যাচ উপহার দেবেন হুগলীর এই ছেলেটা, আশা করছেন বাংলার ফুবটল প্রেমীরা।