East Bengal: ক্লেইটনের পেনাল্টি মিস, নিজেদের মাঠে হারল মশালবাহিনী

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পরাজিত ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার নিজেদের ক্লাবের মাঠে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। একটি মাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সালা।

Hyderabad FC

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পরাজিত ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার নিজেদের ক্লাবের মাঠে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। একটি মাত্র গোলে হয়েছে ম্যাচের ফয়সালা। ম্যাচের শেষের দিকে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন ক্লেইটন সিলভা।

ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় সব দল। আয়োজন করা হচ্ছে প্রস্তুতি ম্যাচ। কলকাতায় প্রাক মরসুম অনুশীলন সারছে ইন্ডিয়ান সুপার লীগের প্রাক্তন চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। বুধবার তারা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। লাল হলুদ শিবিরের ঘরের মাঠে জিতেছে নিজামের শহরের ক্লাব। ম্যাচের এক মাত্র গোল জোনাথন ময়ার।

   

এদিনের প্রস্তুতি ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক খেলোয়াড়কে দেখে নিয়েছে ইস্টবেঙ্গল। ঘরোয়া টুর্নামেন্টে যে ফুটবলাররা সেভাবে মাঠে নামার সুযোগ পাননি তাদেরকেও পরখ করে নেওয়া হয়েছিল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। পেনাল্টি থেকে ক্লেইটন সিলভা নিশ্চিত গোল হাতছাড়া না করলে অন্যরকম হতে পারতো ম্যাচের ফলাফল। গত মওসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে থাকা সিলভাকে এখনও দেখা যায়নি পরিচিত ফর্মে।

প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে কিছুটা চিন্তিত ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা। কারণ দলের ডিফেন্স। জর্ডন এলসে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাঠের বাইরে। যার ফলে দলের রক্ষণভাগ এখন দুর্বল। লাল হলুদ সমর্থকদের একাংশের আশঙ্কা ক্লাব ম্যানেজমেন্ট দ্রুত কোনো ব্যবস্থা না করলে আসন্ন ইন্ডিয়ান সুপার লীগেও ভোগান্তি রয়েছে ইস্টবেঙ্গলের।