এবারের কলকাতা লিগের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সিনিয়র ফুটবলারদের বদলে মূলত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দিয়ে এই টুর্নামেন্ট খেলানো হলেও সেখানে যথেষ্ট চনমনে থেকেছে কলকাতার এই প্রধান।
সুযোগ মতো নিজেদের জাত চিনিয়েছেন সুহেল, ফারদিন, কিয়ান থেকে শুরু করে এঙ্গসন ও টাইসনরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাঠচক্র দলের বিপক্ষে যে জয় রথ শুরু করেছিল সবুজ-মেরুন তা এগিয়ে গিয়েছিল বহুদূর। তবে মাঝ পথে সার্দান সমিতির কাছে পরাজিত হতে হলেও পরবর্তীকালে ফের ছন্দে ফেরে বাগান ব্রিগেড। সেখান থেকে বহু লড়াই চালিয়ে সুপার সিক্সে নিজেদের স্থান করে নেয় কলকাতার এই প্রধান।
এবার খেতাব জয়ের লড়াই। সেখানেই আগামীকাল কলকাতার আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন। উল্লেখ্য, গত দুইটি মরশুম ধরে কলকাতা লিগ নিজেদের কাছে ধরে রেখেছে মহামেডান স্পোর্টিং। এবার ও যা পরিস্থিতি আগামীকাল ম্যাচ জিতলেই ফের খেতাব উঠবে তাদের হাতে। অন্যদিকে, আগামীকাল ম্যাচ জিতে খেতাব জয়ের লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জ মোহনবাগান দলের। এসবের মাঝেই এবার ডার্বি ম্যাচ নিয়ে মুখ খুললেন বাগান কোচ বাস্তব রায়।
তিনি বলেন,” মহামেডান স্পোর্টিং যথেষ্ট ভালো দল। তারা লিগ জয়ের অনেকটাই কাছে রয়েছে। তাদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম চ্যালেঞ্জ আমাদের কাছে। তাছাড়া গত কয়েকদিন আগেই আইএসএল শুরু হয়েছে। পাশাপাশি এএফসি কাপের ও খেলা রয়েছে। দুই ক্ষেত্রেই আমাদের একাধিক ফুটবলার রয়েছে। তাই সবদিক বিবেচনা করেই আমাদের মাঠে নামতে হবে। তবে দলের জার্সিতে যারা খেলবেন তারা সকলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সেই বিষয়ে আমি আশাবাদী। “
উল্লেখ্য, এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগের গ্রুপ ম্যাচেই মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। যেখানে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সেজন্য এবার বাড়তি সাবধানী মোহনবাগান।