Mohun Bagan: অনুশীলনে ফিরলেন অধিনায়ক, জামশেদপুর ম্যাচে খেলতে পারেন মনবীর

আগামী ১লা নভেম্বর জামশেদপুর এফসির বিপক্ষে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তাই অ্যাওয়ে ম্যাচের আগে চুটিয়ে অনুশীলন করছে গোটা…

Subhasish Bose

আগামী ১লা নভেম্বর জামশেদপুর এফসির বিপক্ষে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তাই অ্যাওয়ে ম্যাচের আগে চুটিয়ে অনুশীলন করছে গোটা দল। গত এএফসি কাপের ম্যাচে ড্র করার ফলে কিছুটা হতাশ হয়েছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো।

তবে এবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু চোট আঘাতের সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে সকলকে। গত ম্যাচেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আনোয়ার আলি। এছাড়াও চোট রয়েছে বাগান অধিনায়ক শুভাশিস বোস সহ সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিংয়ের। যারফলে, দলের রক্ষনভাগের পাশাপাশি আপ ফ্রন্ট নিয়েও চিন্তা থাকছে সকলের। তাই জামশেদপুর উড়ে যাওয়ার আগে মনবীরদের ম্যাচফিট করাই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুন ম্যানেজমেন্টের।

ATK Mohun Bagan Manvir Singh

তবে ব্যক্তিগত কারনে বৃহস্পতিবার দলের অনুশীলনে না থাকলেও গতকাল থেকে সবুজ-মেরুন জার্সিতে অনুশীলন করতে দেখা গিয়েছে বাগানের বর্তমান অধিনায়ক শুভাশিস বসুকে। সব ঠিকঠাক থাকলে আসন্ন জামশেদপুর এফসির ম্যাচে মাঠে থাকবেন তিনি। অন্যদিকে, সার্জিও মোরেরার তরফ থেকে বাড়তি নজর দেওয়া হয় মনবীর সিংয়ের দিকে।

অনুশীলনের প্রথমদিকেই বল পায়ে তাকে নিয়ে বাড়তি অনুশীলন করাতে দেখা যায় তাঁকে। পাশাপাশি সাহাল আব্দুল সামাদকে ও প্রথমদিকে অনুশীলন করতে দেখা যায় ফিটনেস ট্রেনারের অধীনে। কিছুক্ষণ তা চলার পর দুজনেই যোগদান করেন মূল দলের অনুশীলনে। তারপর আবার ট্রেনারের সঙ্গে কথা বলে নিজের ফিটনেস বাড়ানোর দিকেই নজর দিতে দেখা যায় মনবীরকে।

অপরদিকে, পাসিং ফুটবল খেলার দিকেই বাড়তি জোর দিতে দেখা যায় গোটা সবুজ-মেরুন ব্রিগেডকে। আসলে মাঝমাঠের দখল নিয়ে যাতে অতি সহজেই প্রতিপক্ষ শিবিরকে রুখে দেওয়া যায় সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন হুয়ান ফেরেন্দো। পাশাপাশি দিমিত্রি পেট্রতোসের এক ভাইয়ের সঙ্গে মনবীর সিংয়ের ফুটবল স্কিলের কম্বিনেশন করতে ও দেখা যায় বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে। যা নজর কাড়ে সকলের।